2দৈনিক বার্তাঃ খুলনা মহানগর বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বন্দুকের নলের জোরে কোন সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারেনি, বর্তমান অবৈধ হাসিনা সরকারও পারবেনা। গন আন্দোলনের স্রোতে তারা ভেসে যাবে। বর্তমান হাসিনা সরকার অবৈধভাবে ক্ষমতায় আসার পর গোটা দেশ এক মৃত্যুপুরীতে পরিনত হয়েছে। হত্যা গুম নিত্যদিনের ঘটনা হয়ে দাড়িয়েছে। শেখ হাসিনা সরকার জনতাঙ্ক রোগে ভুগছেন উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতা হারানো ভয়ে কোথাও সভা সমাবেশ করতে দিতে ভয় পাচ্ছে।

অনির্বাচিত ও অবৈধ সরকারের পায়ের নিচে মাটি নেই উল্লেখ করে মঞ্জু আরো বলেন সরকার একটার পর একটা গুম, খুন, হত্যা ইত্যাদি করে অন্যের উপর দোষ চাপাতে চাচ্ছে, বিশেষ করে নারায়ণগঞ্জ ফেনি, লক্ষ্মীপুরে দিনে দুপুরে মানুষ খুন করে নির্দলীয়দের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এরকম কাজ করতে গিয়ে জনগণ থেকে তারা সম্পূর্ন বিচিছন্ন হয়ে পরেছে, একটা সময় আসবে সরকারের নিজেদের অপকর্মের জন্য ক্ষমতায় ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। গতকাল রবিবার কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গুম হয়ে যাওয়া নেতাকর্মীদের পরিবারের সদস্যদের নিয়ে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে নাগরিক সমাবেশ এবং নারায়নগঞ্জে আইনজীবী হত্যার প্রতিবাদে সুপ্রিম কোর্টে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসমাবেশ আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর বাধায় পন্ড হওয়ার প্রতিবাদে খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজিত সমাবেশ বেলা ১১টায় অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন এড. শফিকুল আলম মনা, সাহারুজ্জামান মোর্তুজা, ডা. গাজী আব্দুল হক, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, শেখ খায়রুজ্জামান খোকা, সিরাজুল ইসলাম, ফখরুল আলম, এড. ফজলে হালিম লিটন, রেহেনা ঈসা, আমির এজাজ খান, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, শেখ আব্দুল রশিদ, সিরাজুল ইসলাম নান্নু, মাহবুব কায়সার, শেখ হাফিজুর রহমান, এস এম আরিফুর রহমান মিঠু, মোল্লা খায়রুল ইসলাম, শফিকুল আলম তুহিন, মহিবুজ্জামান কচি, শের আলম সান্টু, আজিজুল হাসান দুলু, মনিরুল হাসান বাপ্পী, শেখ সাদী, এহতেশামুল হক শাওন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা, নিজাম উর রহমান লালু, জালু মিয়া, সাদিকুর রহমান সবুজ, ইকবাল হোসেন খোকন, ইউসুফ হারুন মজনু,  জি এম কামরুজ্জামান টুকু, ইমরান হোসেন নাছিম, কে এম হুমায়ুন কবির, শফিকুল ইসলাম হোসেন, সাঊদ হাসান লাবলু, একরামুল হক হেলাল, হাসানুর রশিদ মিরাজ, আব্দুল আজিজ সুমন, নিয়াজ আহমেদ তুহিন, শামীম কবীর, সামছুজ্জামান চঞ্চল, নাজিউর রহমান নান্নু, আরিফুজ্জামান আরিফ, কামরান হাসান, এবাদুল হক রুবায়েত, অধ্যা. মনিরুল হক বাবুল, সাইদ শেখ, ইমাম হোসেন, বদরুল আনাম, উত্তম কুমার ঘোষ, সমশের আলী মিন্টু, আব্দুর জব্বার, জাহিদুর রহমান রিপন, জি এম রফিকুল ইসলাম, মেজবাহ হোসেন মিজু, রবিউল ইসলাম রুবেল, মাহবুব হাসান পিয়ারু, ওয়াহিদুজ্জামান দিপু, পুনির্মা হোসেন, নিঘাত সীমা, ময়েজ উদ্দীন চুন্নু, কাজী নেহিবুল হাসান নেহিম, সাব্বির আহমেদ, মেহেদী হাসান সোহাগ, মোস্তফা আরিফ শুভ, সাইমুন ইসলাম রাজ্জাক, মোস্তফা কামাল, সিরাজুল ইসলাম মানিক প্রমুখ। সাবেশ পরিচালনা আসাদুজ্জামান মুরাদ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।