1মোস্তাফিজুর রহমান টিটু/দৈনিক বার্তাঃ   পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পলিথিন বিরোধী অভিযানের কার্যক্রমের আওতায় বৃহস্পতিবার ঢাকা জেলার সাভার উপজেলাধীন নামাবাজার এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে প্রায় এক টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করেছে। এসময় আদালত নিষিদ্ধ ঘোষিত পলিথিন সপিং ব্যাগ রাখার দায়ে দোকান মালিককে পৌণে ২ লক্ষ টাকা জরিমানা করেছে।

পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান জানান, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. জেড. এম. শারজিল হাসানের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর পলিথিন বিরোধী অভিযানের কার্যক্রমের আওতায় বৃহস্পতিবার ঢাকা জেলার সাভার উপজেলাধীন নামাবাজার এলাকার ৫টি দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ওই ৫টি দোকান হতে প্রায় এক হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়। আদালত এসময় নিষিদ্ধ ঘোষিত পলিথিন সপিং ব্যাগ রাখার দায়ে ওই দোকানগুলোর মালিককে পৌণে ২ লাখ টাকা জরিমানা করেছে।

এগুলোর মধ্যে বিপ্লব স্টোরের মালিক বিপ্লব সাহাকে ৫০ হাজার টাকা, রাখা স্টোরের মালিক উৎপল সাহাকে ৫০ হাজার টাকা, সীবু স্টোরের মালিক বিপুল সাহাকে ৩০ হাজার টাকা, এনামুল এন্টারপ্রাইজের মালিক এনামুল হককে ৪৫ হাজার টাকা এবং বাদশা স্টোরের মালিক বাদশা মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করেছে।

অভিযানে ঢাকা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম এবং সাভার থানা পুলিশ সহযোগিতা করেন।