এনজিও নিয়ন্ত্রণ খসড়া আইন বাতিলে এইচআরডব্লিউর আহবান
এনজিও নিয়ন্ত্রণ খসড়া আইন বাতিলে এইচআরডব্লিউর আহবান

দৈনিক বার্তা – বেসরকারি প্রতিষ্ঠান এনজিও’র ওপর বিধিনিষেধ আরোপ সংক্রান্ত খসড়া আইন বাতিল করার তাগিদ দিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি এজন্যে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

নিউইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থার ওয়েবসাইডে রোববার এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এইচআরডব্লিউয়ের এশিয়া বিষয় উপ-পরিচালক পিল রবার্টসন বলেন, খসড়া এই আইনটি খুব সহজেই অপব্যবহার করা সম্ভব। রবার্টসন বলেন, সরকারি এবং বেসরকারি খাতে দুর্নীতিতে সয়লাব। সেখানে সরকার নতুন করে এনজিও-র জন্যে আইন প্রণয়নে ব্যস্ত। এমন অবস্থায় দেশে দুর্নীতি আরও বাড়বে। দি ফরেন ডোনেসন (ভোলেন্টারি অ্যাকটিভিটিস) রেগুলেসন অ্যাক্ট, ২০১৪তে বাংলাদেশে অবস্থিত যেকোনো আন্তর্জাতিক বা বৈদেশিক প্রতিষ্ঠানের তহবিল নিয়ন্ত্রণ করার সুযোগ করে দেয়া হয়েছে। বৈদেশিক তহবিলের প্রকল্পগুলো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত এনজিও অ্যাফেয়ার্স ব্যুরোর মাধ্যমে তহবিলের অনুমোদন দেয়া হবে। এর মধ্যদিয়ে এনজিও এবং এনজিও-র সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তি এবং দলের কার্যকলাপ গভীরভাবে যাচাই-বাছাই করা হবে।