1405071884.দৈনিক বার্তা –  ওমান থেকে বহিস্কৃত শতাধিক বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন। শুক্রবার সকালে তারা হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা ঢাকা আসেন। ঠিক কতজন বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ফেরত আসা কয়েকজন শ্রমিক দাবি করেছেন, কোন ধরনের আইনগত কারণ ছাড়াই তাদের ফেরত পাঠানো হয়েছে। কিশোরগঞ্জের অধিবাসী সোহরাব হাসান বলেন, আমি বৈধভাবেই কাজ করছিলাম। কফিল বা নিয়োগদাতা কোন টাকা দিতে অস্বীকার করায় আমাকে চাকুরি থেকে বরখাস্ত করা হয়। তিনি বলেন, ২০১২ সালে ড্রাইভিং ভিসায় ওমান গিয়েছিলাম। কিন্তু কফিল আমাকে ড্রাইভিংয়ের পরিবর্তে কনস্ট্রাকশনের কাজে নিয়োগ করে। কফিলকে প্রতি মাসে ২০ ওমানি রিয়াল দিতে হতো। কিন্তু তার দাবি ক্রমশ বাড়তে থাকে। প্রায় একই দাবি করেছেন মো. ইলিয়াস। তিনি বলেন, কোম্পানির মালিক আমাকে নিয়মিত বেতন দিতে অস্বীকৃতি জানায়। আমি যখন বেতন দাবি করতাম আমাকে প্রহার করা হতো। শ্রমিকদের একজন খলিল রহমান জানিয়েছেন, প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তিন মাস আগে ওমানের পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিন মাস সাজা ভোগের পর তাকে মুক্তি দেয়া হয় এবং বহিস্কার করা হয়। ফেরত আসা শ্রমিকরা জানিয়েছেন, ওমানে বাংলাদেশ দূতাবাস তাদের কোন ধরনের সহযোগিতা করেনি।