malay-17_18265

দৈনিক বার্তা: ক্ষেপণাস্ত্রের আঘাতে পূর্ব ইউক্রেনে আছড়ে পড়া মালয়েশীয় বোয়িংয়ে নিহত যাত্রীদের অনেকেরই অস্ট্রেলিয়ায় এইডস সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল। আগামী রবিবার থেকে মেলবোর্নে অনুষ্ঠিত ওই আন্তর্জাতিক বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশেই তারা ওই উড়ানে সওয়ার হন বলে শুক্রবার জানিয়েছে অস্ট্রেলীয় সরকার। এদিন অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী জুলি বিশপ জানিয়েছেন, নিহত যাত্রীদের মধ্যে ২৭ জন অস্ট্রেলীয় নাগরিক ছিলেন। আমস্টারডাম থেকে রওনা হওয়া এম এইচ ১৭ বিমানটির অস্ট্রেলিয়ার পার্থ শহরে নামার কথা ছিল। সেখান থেকে অন্য একটি বিমানে অভ্যাগতদের মেলবোর্নে পৌঁছানোর কথা ছিল বলে জানিয়েছেন বিশপ।

মেলবোর্নে অনুষ্ঠিত সপ্তাহব্যাপী ২০তম এইডস বিরোধী সম্মেলনে আয়োজক রাষ্ট্রপুঞ্জের এইডস বিভাগের ডিরেক্টর মাইকেল সিদিবে এদিন টুইটারে শোক প্রকাশ করে বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। জানা গেছে, ওই বিমানে এইডস নিয়ে সম্মেলনের মোট ১০০ জন অভ্যাগত যাত্রী ছিলেন। এদের মধ্যে অন্যতম সংস্থার প্রাক্তন সভাপতি ডাচ নাগরিক জোয়েপ ল্যাঞ্জ। গত ৩০ বছর ধরে তিনি মরণরোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন বলে জানিয়েছে সংস্থা।