Israel - Gaza conflict, Israel - 18 Jul 2014
দৈনিক বার্তা : ঢাকা,৮আগষ্ট :  ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির সেনাবাহিনীকে গাজায় জোরালো হামলা চালানোর নির্দেশ দিয়েছেন৷৭২ ঘন্টার সাময়িক যুদ্ধবিরতি শেষ হতে না হতে শুক্রবার আবার ফিলিস্তিনি যোদ্ধারা রকেট হামলা চালিয়েছেন এমন অভিযোগ তুলে নেতানিয়াহু এ নির্দেশ দেন৷ 

এএফপির খবরে জানানো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়টি এক বিবৃতির মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইসরায়েলের এক সরকারি কর্মকর্তা৷ বিবৃতিতে তিনি জানান, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে হামাসের হামলার জবাবে পাল্টা জোরালো হামলা চালানোর নির্দেশ দিয়েছেন৷ 

এরই মধ্যে গাজা উপত্যকায় জঙ্গি-অধু্যষিতএলাকাগুলোতে হামলা চালিয়েছে বলেজানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী৷ তবে ইসরায়েলি কোনো সেনা এখনো ফিলিস্তিনি অধিকৃত এলাকায় প্রবেশ করেননি বলে জানানো হয়৷ 

ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাজার উত্তরে জাবালিয়া এলাকা, গাজা শহর ও ফিলিস্তিনি ছিটমহলের কেন্দ্রেস্থলে ইসরায়েলের যুদ্ধবিমান আঘাত হেনেছে৷ এ ছাড়া গাজার পূর্ব ও উত্তরাঞ্চলে কামানের গোলা ছোড়া হয়েছে বলেও জানা গেছে৷ তাত্ক্ষণিকভাবে হতাহতের খবর জানা যায়নি৷ 

গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল আটটায় দুই পক্ষের মধ্যে ৭২ ঘন্টার সাময়িক যুদ্ধবিরতি শুরু হয়ে শুত্রকার সকালে শেষ হয়৷ এর আগে গত ৮ জুলাই থেকে গাজায় একতরফা ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ১ হাজার ৮৮৬ জন ফিলিস্তিনি৷অন্যদিকে,হামাসের ছোড়া রকেটের আঘাতে ৬৭ জন ইসরায়েলি নিহত হয়েছে৷