61102510
দৈনিক বার্তা : ঢাকা,৮আগষ্ট : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায়সেনানিবাসের জন্য জমি অধিগ্রহণের’ উদ্যোগের প্রতিবাদে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী৷ঢাকা-মাওয়া মহাসড়কের দোগাছি সমষপুরে শুক্রবার বেলা ১২টা পর্যন্ত একঘন্টা এলাকাবাসীর এই অবরোধে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়৷

দক্ষিণ পাইকসা ও সমষপুর মৌজার জমি অধিগ্রহণের উদ্যোগ বন্ধের দাবিতে সড়কে বিক্ষোভ ও মানববন্ধন করেন সংশ্লিষ্ট এলাকার জমির মালিকরা৷সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কের পাশে মানববন্ধন এবং ১১টা থেকে টায়ার জ্বালিয়ে ও অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন তারা৷ 

অবরোধকারীরা জানান, সেনানিবাস স্থাপনের জন্য শুক্রবার দক্ষিণ পাইকসা ও সমষপুরসহ আশপাশের মৌজায় প্রায় ৬০ একর জমি অধিগ্রহণের জন্য লাল পতাকা বসিয়ে দেয়া হয়৷তাদের দাবি, এই জমি অধিগ্রহণ করা হলে অনেকেই ভূমিহীন হয়ে পড়বে৷ 

পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে এবং লাল পাতাকা সরিয়ে নেয়ার আশ্বাসে অবরোধ তুলে নেয় এলাকাবাসী৷জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল বলেন, সেনাবাহিনীর জমি অধিগ্রহণ এখনো হয়নি৷ তারা সেখানে জরিপ সংক্রান্ত কাজে লাল নিশানা লাগিয়ে ছিল৷ তা সরিয়ে নেয়া হচ্ছে৷ 

মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার মিয়া মো. কুতুবুর রহমান জানান, অবরোধ তুলে নেয়ার পর বর্তমানে যান চলাচল স্বাভাবিক৷গণমাধ্যমে আসা খবর অনুযায়ী, পদ্মা সেতু প্রকল্পে সংযোগ সড়ক ও সার্ভিস এলাকার নির্মাণকাজ তদারকির দায়িত্বে থাকা সেনাবাহিনীর কম্পোজিট ব্রিগেডের জন্য মাওয়া-জাজিরায় সেনানিবাস স্থাপন করা হবে৷ এজন্য সেনাবাহিনীকে জমি অধিগ্রহণ করে দেবে সেতু বিভাগ৷