images88দৈনিকবার্তা-মুন্সীগঞ্জ,২৫আগষ্ট: নদীতে প্রবল স্রোতের কারণে এবং পর্যাপ্ত ঘাট না থাকায় মাওয়া-কাওড়াকান্দি ফেরিসার্ভিস সপ্তম দিনের মত আজ ব্যাহত হচ্ছে৷ আটকা পড়েছে ৩ শতাধিক যান ৷বিআইডব্লিউটিসি সূত্র জানায়, প্রবল স্রোতের কারণে তিনটি ফেরি চালানো যাচ্ছে না৷ ১৬টি ফেরির মধ্যে চলাচল করছে করছে ১৩টি৷ এতে দু’পাড়ে ৩শ’ যান পারাপারের অপেৰায় রয়েছে৷ যানজটে ভোগানত্মিতে পড়ছে এই রুটে চলাচলকারী মানুষ৷
সূত্র জানায়, গত মঙ্গলবার রাত পৌনে ৯টায় আকস্মিক ৩ নম্বর রোরো ফেরিঘাটটি বিলীন হয়ে যায়৷ এতে মাওয়া-কাওড়াকান্দি পুরো ফেরিসার্ভিস অচল অবস্থার সৃষ্টি হয়৷ ৪৬ ঘন্টা পরে রোরো ফেরিঘাট ২ নং ঘাটে স্থানানত্মর করে সার্ভিস সচল রাখা হয়৷ কিন্তু ২ নম্বর ঘাটের সাধারণ ফেরির কার্যক্রম বন্ধ হয়ে যায়৷ বিলীন হওয়ায় ঘাটের প্রায় ১২০ গজ দূরে স্পিডবোট ঘাটের পাশে নতুন ৩ নম্বর ঘাট রোববার সাধারণ ফেরির জন্য স্থাপন করা হয়৷ রোরো ফেরি ছাড়া অন্য সব ফেরি এই ঘাটে যানবাহন লোড-আনলোড করছে৷
মাওয়া বিআইডবিস্নউটিসি’র ম্যানেজার সিরাজুল হক জানান, প্রয়োজনের তুলনায় ফেরি কম থাকায় যানবাহন পারাপারে সাময়িক সমস্যা হচেছ৷ এছাড়া মাওয়া থেকে ১৩ কিলোমিটার দূরত্বের কাওড়াকান্দি পৌছতে সময় লাগছে দেড় থেকে দু’ঘন্টা৷ কিন্তু উল্টো স্রোতে মাওয়ায় ফিরতে সময় লাগছে এখন তিন ঘন্টা থেকে পাঁচ ঘন্টা৷
তিনি জানান, নতুন ঘাট সচল হওয়ায় ফেরি সাভর্িেস স্বাভাবিকতা ফিরে আসবে৷ এখন ঘাটের অভাবে লোড-আনলোড বিলম্ব হবে না৷ সার্বিক পরিস্থিতির কারণে দুর্ঘটনা এড়াতে তিনটি ফেরি বন্ধ রাখা হয়েছে৷