msn_82578_1

দৈনিকবার্তা-অনলাইন ডেস্ক: আগামী ৩১ অক্টোবর চীনে বন্ধ হচ্ছে এমএসএন মেসেঞ্জার সেবা। ফেসবুক, টুইটার, স্কাইপ আসার আগে এটিই ছিল তরুণদের প্রথম পছন্দ
প্রযুক্তি জগতের প্রথমদিকে সরাসরি বার্তা আদান-প্রদান মাধ্যম মাইক্রোসফটের মেসেঞ্জার যুগের ইতি ঘটতে যাচ্ছে। স্কাইপ, ফেসবুক, টুইটারের মতো জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট আসার আগে এটিই ছিল তরুণদের প্রথম পছন্দ। ইতি ঘটছে এমএসএন মেসেঞ্জারের

‘এমএসএন মেসেঞ্জার’ নামে পরিচিত এই যোগাযোগ মাধ্যমের পথচলা শুরু ১৯৯৯ সালে। সেই থেকে ১৫ বছর ধরে উত্থান-পতনে মেসেঞ্জার অনেকটা বার্ধক্যে

উপনীত বলা যায়। এরই মধ্যে এমএসএন ব্যবহারকারীদের ই-মেইলের মাধ্যমে এ খবর জানিয়েছে মাইক্রোসফট।

 সবকিছু ঠিকঠাক থাকলে আগামী পহেলা নভেম্বরেই ‘ইতিহাস’ হচ্ছে এমএসএন মেসেঞ্জার।

স্কাইপ, টুইটার, ফেসবুকের মতো গতিশীল সামাজিক যোগাযোগ মাধ্যম আসায় এমনিতেই বিশ্বের অধিকাংশ দেশে কমছিল মেসেঞ্জারের ব্যবহার। উপরন্তু ২০১২ সালে মাইক্রোসফট স্কাইপ কিনে নিলে আরও সীমিত হয়ে পড়ে মেসেঞ্জার ব্যবহার।

msn-3_82578_0২০১৩ সালের মধ্যেই অধিকাংশ দেশে পুরোপুরি বন্ধ হয়ে যায় এটি। তবে কিছুটা ঢিমেতালে হলেও বিশ্বের সর্বাধিক ইন্টারনেট ব্যবহারকারীর দেশ চীনে চলছিল এমএসএনের পথচলা। এবার চীনেও বন্ধ হয়ে যাচ্ছে সেটি। আর এর মাধ্যমে একবারেই ইতিহাসের পাতায় চলে যাচ্ছে এমএসএন মেসেঞ্জার। ইতি ঘটছে এমএসএন মেসেঞ্জারের

মাইক্রোসফট জানিয়েছে, আগামী ৩১ অক্টোবর চীনে বন্ধ হয়ে যাবে এমএসএন মেসেঞ্জার সেবা। তাই যেসব এমএসএন ব্যবহারকারী স্কাইপে অ্যাকাউন্ট খুলবেন তাদেরকে বিনামূল্যে ক্রেডিট দেবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

১৯৯৯ সালে শুধু চ্যাটিংয়ের মাধ্যমে বার্তা আদান-প্রদানের সুবিধা নিয়ে মেসেঞ্জারের যাত্রা শুরু। পরে ছবি পাঠানো, ভিডিও কলসহ গেমিং সুবিধা যুক্ত হওয়ায় ক্রমশ জনপ্রিয় হয়ে উঠে এমএসএন।

তবে প্রযুক্তির প্রতিনিয়ত এগিয়ে যাওয়ার তালে বোধ হয় আর তাল মেলাতে পারছে না এটি। তাছাড়া স্কাইপির পাশাপাশি মেসেঞ্জার পরিচালনার ব্যয়ও বহন করতে রাজি নয় ‘টেক জায়ান্ট’ মাইক্রোসফট।