brasil_0

দৈনিকবার্তা-ঢাকা, ১১সেপ্টেম্বর: বিশ্বকাপের হতাশা কাটিয়ে বিধ্বনত্ম ব্রাজিলকে আবারো তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য পুরো দলকে এক হয়ে খেলার পরামর্শ দিয়েছেন সাবেক কিংবদনত্মী ফুটবলার পেলে৷ তারকা এই ব্রাজিলিয়ানের মতে কোন একজন তারকা নয় বরং সামনে এগিয়ে যেতে হলে ব্রাজিলকে অবশ্যই একটি দল হিসেবে খেলতে হবে৷

বিশ্বকাপে ঘরের মাটিতে সেমিফাইনালে জার্মানীর কাছে ৭-১ গোলে বিধ্বসত্ম হবার পরে স্থান নির্ধারনী ম্যাচেও নেদারল্যান্ডের কাছে ৩-০ গোলে পরাজিত হয়ে সমর্থকদের হতাশ করে সেলেসাওরা৷ আর তখন থেকেই বিশ্বব্যপী ব্রাজিলিয়ান ফুটবল নিয়ে সমালোচনার ঝড় উঠে৷ বারবার বিষয়টি নিয়ে আলোচনা করেও কেউই এই ব্যর্থতার সঠিক কারন খুঁজে বের করতে পারেনি৷ এ সম্পর্কে পেলে বলেছেন, এই ধরনের বিপর্যয়ে মূলত বলার কিছুই থাকেনা৷ আমার ভিন্ন একটি ফলাফলের আশা করেছিলাম৷ কিন্তু এটাই ফুটবল, যেখানে প্রতিনিয়ত কিছু বিস্ময় অপেৰা করে৷ দূর্ভাগ্যবশত: আমাদের জন্য বিস্ময়টা ছিল নেতিবাচক৷

বিশ্বকাপের পরপরই জাতীয় দলের দায়িত্ব ছেড়ে চলে যান কোচ লুইজ ফিলিপ স্কলারি৷ তার পরিবর্তে তাত্‍ৰনিকভাবেই সাবেক মিডফিল্ডার ডুঙ্গাকে নিয়োগ দেয়া হয়৷ এর আগে ২০০৬-২০১০ সাল পর্যনত্ম জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন ডুঙ্গা৷ রিওতে এক অনুষ্ঠানে পেলে বলেছেন, ডুঙ্গা এর আগে ব্রাজিল জাতীয় দলের কোচ ছিলেন৷ ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি, কাজের প্রতি তার প্রতিশ্রুতি সম্পর্কেও আমি অবগত আছি৷ কিন্তু জাতীয় দলকে পুনর্গঠিত করা মোটেই সহজ কাজ নয়৷ আমাদের এখন কাজের প্রতি আরো বেশী গুরুত্ব দিতে হবে৷

indexvvb১৯৫৭ থেকে ১৯৭১ সাল পর্যনত্ম ব্রাজিলের হয়ে ৭৭টি গোল করা পেলে বলেছেন দলের মধ্যে তারকা স্ট্রাইকার নেইমারের উপর অতিরিক্ত গুরম্নত্ব দেয়াটাই ব্রাজিলের জন্য ভুল হয়েছে৷ প্রত্যাশার অতিরিক্ত চাপের কারনে সে নিজের স্বাভাবিক খেলা খেলতে পারেনি৷ কলম্বিয়ার বিপৰে কোয়ার্টার ফাইনালে নেইমারের মেরম্নদন্ডের কশেরম্নকায় চিড় ধরার কারনে তার বিশ্বকাপ মিশন শেষ হয়ে যায়৷ পেলের মতে, নেইমার একা বিশ্বকাপ জিততে পারবে না৷ সে অসাধারন একজন খেলোয়াড়৷ কিন্তু তার একার পৰে বিশ্বকাপ জেতা সম্ভব নয়৷ আমাদের সবাইকে তাকে সহযোগিতা করতে হবে৷