Moyanti

দৈনিকবার্তা-ঢাকা: কথায় আছে, যে রাঁধে, সে চুলও বাঁধে। বহু পুরনো এই প্রবাদের সাম্প্রতিক নিদর্শন বোধ হয় ময়ন্তি ল্যাঙ্গার। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ক্রীড়া সাংবাদিক তিনি। টেলিভিশনে এই সাংবাদিককে দেখে হৃদয়ে ঝড় ওঠেনি এমন পুরুষ হয়ত খুব কমই আছে। গতবছর ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ চলাকালীন সময়ে টিভির পর্দায় দেখা গেছে তাকে। শোনা যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ চলাকালীন টিভির পর্দায় দেখা যেতে পারে ময়নন্তিকে। সোশ্যাল মিডিয়াতেই ইদানিং খুব জনপ্রিয় হয়ে উঠেছেন ময়ন্তি। তাঁর ফ্যানেদের সংখ্যাও দিনিদিন বেড়েই চলেছে। তবে এই সুন্দরী কন্যাকে শুধুই একজন ক্রীড়া সাংবাদিক ভেবে ভুল করে বসবেন না যেন। ম্যাক্সিমের কভার শ্যুটেও নিজের জাত চিনিয়েছেন ময়ন্তি। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়িই বলিউড সিনেমায় অভিনয় করবেন তিনি।