Bay-of-bengal-fishing

দৈনিকবার্তা-মংলা, ১৯ সেপ্টেম্বর: বঙ্গোপসাগরের সোনারচর এলাকা থেকে মুক্তিপণের দাবীতে ৪টি ট্রলারসহ অনত্মত ৫০ জেলেকে অপহরণ করেছে বনদসু্য রাজু বাহিনী৷ শরণখোলা জাতীয় মত্‍স্যজীবি সমিতির সভাপতি আবুল হোসেন জানান, সাগরের সোনারচরে জেলেরা ইলিশ মাছ ধরার সময় বৃহস্পতিবার গভীর রাতে ও শুক্রবার ভোরে তাদের উপর দু’দফায় হামলা চালায় বনদসু্য রাজু বাহিনী৷

এ সময় জেলেদের মারধর করে বিভিন্ন নৌকা-ট্রলার থেকে বিপুল পরিমাণ ইলিশ মাছ লুটে নেয় দসু্যরা৷ এছাড়া মুক্তিপণের দাবীতে দসু্যরা ৪টি ফিসিং ট্রলারসহ ৫০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়৷ অপহৃত জেলেদের বাড়ী বরগুলা ও চট্টগ্রামে৷ এদিকে বৃহস্পতিবার বিকেলে সুন্দরবনের তালতলি এলাকায় ডাকাতির প্রসত্মতিকালে রাজু বাহিনীর দু’সদস্যকে আটক করে কোস্ট গার্ড৷

এদিকে, সুন্দরবনের তালতলী এলাকা থেকে দুর্ধর্ষ বনদসু্য রাজু বাহিনীর দু’সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড৷ পাথরঘাটা কোস্ট গার্ড ষ্টেশনের কমান্ডার লে: আরিফুল ইসলাম জানান, বনদসু্য রাজু বাহিনীর সদস্যরা পূর্ব সুন্দরবনের ফকিরহাটের তালতলী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থান করছে জেলেদের মাধ্যমে এমন খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড৷ এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দসুরা বনে গহীনে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে দু’দসু্যকে আটক করা হয়৷ আটক দসু্যদের কাছ থেকে ১শ ৫৯ রাউন্ড বন্দুকের তাজা গুলি উদ্ধার করা হয়েছে৷ আটক দসু্যরা হলো খুলনার দাকোপের আকবরের ছেলে ফারম্নক (২৮) ও বাগেরহাটের মোড়েলগঞ্জের বিলস্নালের ছেলে হায়দার (৩০)৷