Press Photo-21-09-20141

দৈনিকবার্তা-ঢাকা, ২১ সেপ্টেম্বর: ঢাকা মেট্রো গ-১৭-৫৩৬৯ টয়োটা এ্যালিয়ন প্রাইভেট কার এর মালিক জনাব আরব আলী৷ গত ১৪/০৯/২০১৪ খ্রি. ১২.০০ টায় তিনি সচিবালয়ে যান৷ তার ড্রাইভার মোঃ বেলস্নাল হোসেনকে সচিবালয়ের যাত্রী ছাউনির সামনে গাড়িটি পার্ক করতে বলেন৷ এমন সময় ভূয়া করিম নামধারী এক ব্যক্তি সাভার থানাধীন হেমায়েতপুর যাওয়ার জন্য তিন হাজার টাকায় উক্ত গাড়িটি ভাড়া করে৷ পথিমধ্যে করিম তার অপর এক সহযোগীকে গাড়িতে উঠায়৷ হেমায়েতপুর যাওয়ার পর চালককে কৌশলে খাবারের সাথে চেতনাশক ঔষধ মিশিয়ে অজ্ঞান করে গাড়িটি চুরি করে নিয়ে যায়৷ এ সংক্রানত্মে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রম্নজু হয়৷

আরব আলীর ছেলে ফয়সাল তার বাবার গাড়িটি চুরি হওয়ায় ফেইসবুকে Desperately Seeking –Dhaka (DSD) গ্রম্নপে একটি Status Post করেন যে, “my car has been stolen today. Model-2002.Rg-Dhaka Metro-Ga-17-5369. Chesis no-NZT240-0034004, Engine no-INZ-A592990. If any information pls Contact 01674334403.”

ফেইসবুকে ফয়সালের এই পোস্ট দেখে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার আব্দুলস্নাহ আল মামুন ফেইসবুকে দেয়া নাম্বারে যোগাযোগ করেন৷ তিনি আরব আলী ও তার ড্রাইভারকে গাড়ি চুরি/ছিনতাই উদ্ধার ও প্রতিরোধ টিমের এ্যালবামে সংরৰিত গাড়ি চোর ও ছিনতাইকারীদের ছবি প্রদর্শন করান৷ এ্যালবামে ছবি দেখে ড্রাইভার বেলস্নাল হোসেন ফারম্নক নামের এক গাড়ি চোরকে সনাক্ত করে৷ উক্ত টিম দিনাজপুর জেলাধীন হাকিমপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ১৮/০৯/২০১৪ খ্রি. ১৭.০৫ টায় হোটেল নর্দান প্যালেস এর সামনে থেকে উক্ত গাড়িটি উদ্ধার করে৷ পুলিশের উপস্থিতি টের পেয়ে সনাক্তকৃত গাড়ি চোর ফারম্নক তার অপর দুই সহযোগীসহ পালিয়ে যায়৷ পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে৷

মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স , ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা৷