3 win Nobel for super-zoom microscopes

দৈনিকবার্তা-ঢাকা,৮অক্টোবর :  যে যন্ত্রটি ছাড়া বৈজ্ঞানিক গবেষণার কথা ভাবাই যায় না, সেই অনুবীক্ষণ যন্ত্রের উন্নয়ন ঘটানোর স্বীকৃতি হিসাবে নোবেল পেলেন তিন বিজ্ঞানী৷রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স বুধবার রসায়নে চলতি বছরের নোবেল বিজয়ী এই তিন গবেষকের নাম ঘোষণা করে বলে বিবিসির এক প্রতিবেদনে জাননো হয়৷ এই তিন গবেষক হলেন- যুক্তরাষ্ট্রের এরিক বেত্‍জিগ, জার্মানির স্তেফান হেল ও যুক্তরাষ্ট্রের উইলিয়াম মোয়েনার৷

তারা আলোক অনুবীক্ষণ যন্ত্রের উন্নয়ন ঘটানোর ফলেই পদাথের্র আনবিক রসায়ন সম্পর্কে গবেষণা সম্ভব হয়েছে৷ তাদের কাজের ফলেই বিজ্ঞানীরা এখন জীবন্ত প্রাণী কোষের প্রতিটি অনু পর্যবেক্ষণ করার সুযোগ পাচ্ছেন বলে নোবেল কমিটির এক বিবৃতিতে উল্লেখ করা হয়৷রীতি অনুযায়ী আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নোবেল পুরস্কারের ৮০ লাখ সুইডিশ ক্রোনার তুলে দেওয়া হবে৷গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতি বছর চিকিত্‍সা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়৷