গোপালগঞ্জে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ

দৈনিকবার্তা-গোপালগঞ্জ,১১অক্টোবর ২০১৪ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নতুন হাট বসানোকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে৷ সংঘর্ষ চলাকালে ৪০ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর-বাড়ী ভাংচুর করা হয়৷ অশনিবার সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দফায় দফায় কাশিয়ানী উপজেলার মাজরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে৷

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মাজরা পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে দুই মাস আগে হাট বসায় জালাল মোল্লা গ্রুপের সমর্থকেরা৷ এ নিয়ে জালাল মোল্লা গ্রুপের সাথে সাজাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার ফায়েকুজ্জামান শেখের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল৷ হাট বসানো নিয়ে শুক্রবার সন্ধ্যায় জালাল মোল্যার লোকজন প্রতিপক্ষ ফায়েকুজ্জামান শেখের এক সমর্থক পাট ব্যবসায়ী আলীয়ারকে মারধর করে৷

এর জের ধরে শনিবার সকালে দুই গ্রুপের সমর্থকেরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হয়৷ দুই ঘন্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়৷ এর মধ্যে মারাত্মক আহত ১৩ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে৷ সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের লোকজন মাজরা বাজারের ও বিভিন্ন স্থানের ৪০ টি ব্যবসা প্রতিষ্ঠান ও ঘর-বাড়ী ভাংচুর করে ত্রাসের রাজত্ব কায়েম করে৷ সংঘর্ষের খবর পেয়ে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে ৩৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এ ঘটনায় পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে৷ এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷