Austrelia Team

দৈনিকবার্তা-ঢাকা,২৬অক্টোবর: দীর্ঘ চার বছর পর অস্ট্রেলিয়াকে বিপক্ষে টেস্ট জয় পেল পাকিস্থান৷ ওয়ানডে সিরিজে দুর্দশাগ্রস্ত পাকিস্তান টেস্টে ঘুরে দাড়িয়ে বড় জয় তুলে নিয়েছে৷ রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আসিদের ২২১ রানে হারিয়েছে মিসবাহ উল হক এর বাহিনী৷

এর আগে ২০১০ সালে সালমান বাটের নেতৃত্বে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল পাকিস্তান৷ শেষ ইনিংসে ৪৩৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় অসিরা৷ চতুর্থ দিনে ৪৯ রান স্কোর বোর্ডে যোগ করতেই চার উইকেট হারায় তারা৷ পঞ্চম দিনের প্রথম সেশনেও ধারাবাহিকভাবে উইকেট হারায় অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা৷ ইয়াসির শাহ ও জুলফিকার বাবরের স্পিন জাদুতে ১০৫ রানেই ৭ উইকেট হারায় তারা৷

অষ্টম উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন স্টিভেন স্মিথ ও ব্র্যাড হাডিন৷ নবম উইকেট জুটিতে স্মিথ ও জনসন সেই চেষ্টা আরও কিছুটা এগিয়ে নিয়ে গেলেও খুব বেশি সময় ড্রয়ের সম্ভাবনা জাগিয়ে রাখতে পারেননি তারা৷ ৯১.১ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ২১৬ রানেই অল আউট হয় অসিরা৷

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৬১ রান করেন মিচেল জনসন৷ এছাড়া স্মিথ ৫৫ ও রজার্স ৪৩ রান সংগ্রহ করেন৷ পাকিস্তানের পক্ষে ৩১.১ ওভার বোলিং করে ৭৪ রান দিয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন জুলফিকার বাবর৷ এছাড়া ইয়াসির শাহ ৪ উইকেট ও ইমরান খান একটি করে উইকেট নেন৷এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৫৪ রানের জবাবে ৩০৩ রান করেছিল অস্ট্রেলিয়া৷ দ্বিতীয় ইনিংসে ইউনিস খান ও আহমেদ শেহজাদের সেঞ্চুরিতে পাকিস্তান ২১৬ রান করে ইনিংস ঘোষণা করে৷ পরপর দুই ইনিংসে দুই সেঞ্চুরি করে ম্যাচ সেরা হয়েছেন ইউনিস খান