Anowar Hosain

দৈনিকবার্তা-কাউখালী(পিরোজপুর),২৬অক্টোবর: জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, কাজের উপযোগী পরিবেশ উন্নয়নের অন্যতম পূর্বশর্ত৷ উন্নয়নের প্রয়োজনে এলাকার মানুষকে রাজনৈতিক দলমতের ঊধের্্ব উঠে রাষ্ট্র ও সমাজের সকল সত্মরে স্থিতিশীলতা অক্ষুন্ন রাখতে হবে৷

রবিবার কাউখালী উপজেলা পরিষদে উপস্থিতি এবং উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভায় তিনি বলেন, যেখানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাজের পরিবেশ থাকে সেখানে উন্নয়ন কাজ তত বেশি বেগবান হয়৷ তাই রাজনৈতিক দলমতের ঊধের্্ব উঠে অনৈক্য বিভেদ দূর করে মানুষের কল্যাণে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে৷সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃশহীদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান কামরম্নজ্জামান মিঠু,মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা ইয়াসমিন পপি, ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, ইউপি চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ, দেলোয়ার হোসেন সিকদার সহ সরকারী কর্মকর্তা বৃন্দ৷

এর আগে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু উপজেলা চত্ত্বরে রবি মৌসুমের জন্য গম, ভুট্টা,বারি খেসারী ও ফেলন এর উত্‍পাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার কৃষকদের মাঝে বিতরন করেন৷ কৃষি প্রণোদনা হিসেবে কাউখালী উপজেলার জন্য ৫টি ইউনিয়নের মোট ৩৬০ জন কৃষককে এ প্রণোদনা দেয়া হচ্ছে৷এ সময় অনুষ্ঠানে উপসহিত ছিলেন পিরোজপুর কৃষি সম্পসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নাজমুল করিম, উপজেলা কৃষি কর্মকতর্া আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা অপূর্ব লাল সরকার৷