images

দৈনিকবার্তা-নীলফামারী,২৬অক্টোবর: উত্তরেরজেলা নীলফামারীতে শুরু হয়েছে এখনই শীতের আমেজ৷ হিমালয়ের কাছাকাছি হওয়ায় এ জেলায় শীত নামে বেশ আগেভাগেই৷ সন্ধ্যা থেকে শীতল বাতাস আর কুয়াশা ঝরতে শুরম্ন করেছে৷ মধ্যরাতের পর টিনের চালা আর ঘাসে শিশির সূর্য ওঠার আগ পর্যন্ত জমে থাকছে৷ শীতের আগমনি বার্তায় এলাকার সর্বত্র লেপ- তোষক তৈরির ধুম পড়েছে৷ আর অভাবী ও গরিব পরিবারগুলো পুরনো কাঁথা মেরামত ও শাড়ি- লুঙ্গি দিয়ে নতুন কাঁথা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন৷

আশ্বিনের মাঝামাঝি সময় থেকে শুরু হয়েছে ঠান্ডা ঠান্ডা ভাব৷ ক্রমেই তা ভারী হচ্ছে৷ কয়েকদিন থেকে সন্ধ্যার পরই শুরু হচ্ছে হালকা ও মাঝারি কুয়াশা৷ রাতে কুয়াশা আর শিশিরের পরিমাণ বেড়ে যাওয়ায় সকালে সূর্য উঠার পরও জমির আইল দিয়ে হাটলে শরীর ভিজে যাচ্ছে৷ শীষ বের হওয়া আমন ধানের গাছে সূর্য উঠার পূর্ব পর্যন্ত শিশির লেগেই থাকছে৷ এ কারণে জেলার সর্বত্র চলছে শীতকে বরণ করার প্রস্ততি৷ এই সময় রাতে শরীরে কাঁথা জড়ালেও অনেকেই তৈরি করে নিচ্ছেন লেপ- তোষক৷ ফলে শহরের এসব তৈরির দোকানগুলোতে কাজের গতি ও ব্যস্ততা বেড়েছে৷ তাদের এখন দম ফেলাবার ফুরসত নেই৷ কয়েক মাস বেকার থাকায় মৌসুম শুরম্ন হওয়ায় দ্রুত কাজ করে তারা বাড়তি টাকা আয় করছেন৷ আর যাদের এগুলো তৈরির সামর্থ নেই তারা ব্যস্ত কাঁথা নিয়ে৷ শীত নিবারণের জন্য তারা পুরনো কাঁথা মেরামত ও সারা বছরের ব্যবহারের পর ছিঁড়ে যাওয়া শাড়ি, লুঙ্গি দিয়ে তৈরি করছেন কাঁথা৷ কাজের ফাঁকে ফাঁকে এসব তৈরি শীত মোকাবেলায় প্রস্ততি নিচ্ছেন৷