141030235753_burkina_faso_a_95627_0

দৈনিকবার্তা-ঢাকা,৩১অক্টোবর: বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট বেস্নইস কমপাওরে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন এবং দেশটিতে সহিংস অভূ্যত্থানের পর জারি করা জরুরী অবস্থা প্রত্যাহার করে নিয়েছেন৷বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা কমপাওরের বিরম্নদ্ধে আন্দোলনকারীরা পার্লামেন্ট ভবনে আগুন লাগানোর পর সেনাবাহিনী ঘোষণা দেয়, তারা দেশটির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে, পার্লামেন্ট ভেঙে দিয়েছে এবং একটি অনত্মর্বর্তী সরকার গঠন করা হবে৷ ফলে মূলত দেশটি কে চালাচেছন তা এখনও অস্পষ্ট৷বিরোধীরা বলেছেন, কমপাওরে তার মেয়াদ বাড়ানোর উদ্যোগ নিলে এর প্রতিবাদে হাজার হাজার মানুষ রাসত্মায় নেমে আসে৷ এ সময় সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত ও ১শ’ জন আহত হয়৷

২৭ বছর ধরে ক্ষমতায় আছেন দেশটির প্রেসিডেন্ট ব্লেইস কমপাওরে (৬৩)৷ ১৯৮৭ সালে অভূ্যত্থানের মধ্য দিয়ে প্রথম ক্ষমতায় আসেন তিনি৷ এরপর চারটি বিতর্কিত নির্বাচনে তিনি জয়লাভ করেন৷ আগামী বছর দেশটিতে নির্বাচন হওয়ার কথা৷ ওই নির্বাচনে কমপাওরেকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিতে সংবিধান সংশোধনের জন্য আইনপ্রণেতারা ভোটাভুটির প্রস্তুতি নিচেছন এমন খবর ক্ষুব্ধ করে তুলেছে দেশটির সাধারণ মানুষকে৷ এর প্রতিবাদে বৃহস্পতিবার ব্যাপক পুলিশ ও সেনা সদস্যের সামনেই শত শত লোক রাজধানীতে জাতীয় টেলিভিশন ভবনসহ পার্লামেন্ট ও অন্যান্য সরকারি ভবনে ঢুকে পড়ে ভাঙচুর করে এবং যানবাহনে আগুন ধরিয়ে দেয়৷ বিৰোভকারীরা পার্লামেন্ট ভবনসহ বিভিন্ন স্থানেও আগুন দেয়৷কমপাওরে প্রথমে জরুরী অবস্থা ঘোষণা করলেও কয়েক ঘন্টা পর টেলিভিশনের সামনে বলেন, তিনি জরম্নরী অবস্থা তুলে নিয়েছেন৷

প্রেসিডেন্ট বলেন, আমিও খবর শুনেছি৷তবে তিনি পদত্যাগে অস্বীকৃতি জানিয়ে বলেন, এর পরিবর্তে ‘অনত্মবর্তী সময় এবং এরপর গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্টের কাছে ৰমতা হসত্মানত্মর নিয়ে আলোচনা করা যেতে পারে৷এর আগে সেনাবাহিনী বলেছিল, সকাল-সন্ধ্যা কারফিউ জারি করা হয়েছে এবং আগামী ১২ মাসের মধ্যে সাংবিধানিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা হবে৷সেনাবাহিনী প্রধান নাবেরে হনোরে তাওরে সাক্ষরিত ইশতেহারটি এক কর্মকর্তা পড়ে শোনান৷এদিকে বিরোধী দলের নেতা বেনেওয়েনডে সানকারা সেনাবাহিনীর পদক্ষেপকে অভু্যত্থান হিসেবে উল্লেখ করেন৷ তিনি বলেন, প্রেসিডেন্টের পদত্যাগ ছাড়া অন্য কোন কিছু বিৰোভকারীদের কাছে গ্রহণযোগ্য হবে না৷তিনি বলেন, কমপাওরে আবারো জনগণকে ধোঁকা দেয়ার চেষ্টা করছেন৷ আমরা দীর্ঘদিন ধরে তার পদত্যাগের কথা বলে আসছি৷ তার পদত্যাগ নিয়ে কোন আলোচনা হতে পারে না৷

সানকারা ও অপর এক বিরোধী নেতা সহিংসতায় প্রাণহানির সংখ্যা ৩০ বলে উলেস্নখ করেছেন৷ তবে রাজধানীর প্রধান হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা এএফপি কেবল ৪ জনের প্রাণহানি ও ৬ জনের আহত হওয়ার খবর নিশ্চিত করতে পেরেছে৷

২০১৫ সালের নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কমপাওরেকে সুযোগ দিতে পার্লামেন্টে ভোটাভুটির উদ্যোগের পর গত সপ্তাহে বিক্ষোভ শুরু হয়৷ এরপর অবশ্য ভোটাভুটি স্থগিত হয়ে যায়৷ তবে ততৰণে অনেক দেরি হয়ে গেছে৷ ভোটাভুটির খবরে সাধারণ মানুষ বিৰোভে ফেটে পড়েন৷কমপাওরের ফের মেয়াদ বাড়ানোর পরিকল্পনা আপাতদৃষ্টিতে বাদ দেয়ার সিদ্ধানত্মকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ৷ ফ্রান্স সবাইকে শানত্ম থাকার আহবান জানিয়েছে এবং সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে৷জাতিসংঘ মহাসচিব বান কি-মুন শানত্মি পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় সহায়তা করতে তার একজন বিশেষ দূতকে সেদেশে পাঠিয়েছেন এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সহিংসতা বন্ধের আহবান জানিয়েছে৷