natore-21.04.14-01_90838দৈনিকবার্তা-নাটোর,৪নভেম্বর: নাটোরের বড়াইগ্রামের গড়মাটি গ্রামে মঙ্গলবার দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত ও অপর দুই যুবক আহত হয়েছে৷ আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিৰেপ করেছে৷ এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে৷পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়াইগ্রামের গড়মাটি গ্রামের রশিদ অটো রাইস মিলে প্রায় এক হাজার শ্রমিক কাজ করে৷ এদের বেশির ভাগই গড়মাটির মুর্শিদাবাদ কলোনীর অধিবাসী৷ শুধুমাত্র মুর্শিদাবাদ কলোনীর অধিবাসীদের কাজে না নিয়ে গড়মাটির মানুষদের শ্রমিক হিসেবে কাজে নেওয়ার দাবী জানায়৷ বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে দুপৰের সাথে মিলের মালিক আব্দুর রশিদ আলোচনা করে আপোষের চেষ্ঠা করেন৷ পরে গড়মাটি গ্রামের মানুষদেরও কাজ দেয়া হয়৷

এ ঘটনায় ভিতরে ভিতরে দুপৰের মধ্যে উত্তেজনা চলছিলই৷ এর জের ধরে মঙ্গলবার সকাল ৯টার দিকে শ্রমিকদের দুই গ্রম্নপের মধ্যে সংঘর্ষ বাধে৷ সংঘর্ষে গুরম্নতর আহত সাকিব হোসেন (১৯) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল ১১টার দিকে রাজশাহীর ঝলমলিয়ার রাসত্মায় সে মারা যায়৷ নিহত সাকিব একই গ্রামের রমজান আলীর ছেলে৷ এ ঘটনায় আহত একই গ্রামের সাইফুদ্দিন (২৪) ও সুমন (২৫) কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সংঘর্ষে মুর্শিদাবাদ কলোনীর আরো তিনজন আহত হয়েছে এমন খবর নিশ্চিত হওয়া গেলেও তাদের নাম পরিচয় জানা যায়নি৷ ঘটনার পর গড়মাটির লোকজন মহাসড়ক অবরোধ করে লাঠিসোটা নিয়ে মুর্শিদাবাদ কলোনীতে হামলা চালানোর চেষ্ঠা করলে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিৰেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়৷নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক দুটি গ্রম্নপের মধ্যে সংঘর্ষ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, নতুন করে যেন কোন সংঘর্ষ না বাধে সে জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷