kamrul_10118

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ নভেম্বর: খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের যুগোপযোগী পরিকল্পনার কারণে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে৷ খাদ্য সংরক্ষণ ব্যবস্থা আধুনিকায়নের মাধ্যমে অধিক হারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাই এ সরকারের প্রধান লক্ষ্য৷ বিএনপি’র আন্দোলনের হুংকার অসারপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি অপহরণের পর হত্যার নতুন ফর্মুলায় ষড়যন্ত্র করে এগুচ্ছে৷ খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী জঙ্গিবাদকে উস্কে দিয়ে তিনি দেশকে আবার অস্থিতিশীল করতে চান৷ তবে দেশবাসী তার এই ষড়যন্ত্র সফল হতে দেবে না৷

শুক্রবার কাকরাইলে আইডিইবি মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে গণপ্রকৌশল দিবস’১৪ ও ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী অধিবেশনে তিনি এ সব কথা বলেন৷ ইনস্টিটিউশনের সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ও সূচনা বক্তব্য রাখেন আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান৷

মন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গঠনের যে রোডম্যাপ জননেত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, মানবসম্পদকে জনসম্পদে পরিণত করতে পারলে সেই অভিষ্ট লৰ্য অর্জন সম্ভব হবে৷ তিনি জাতীয় জীবনে কর্মসংস্কৃতি প্রচলনের জন্য আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিপাদ্য ‘দক্ষতা সংস্কৃতি-জাতীয় সমৃদ্ধি কে সময় ও বাসত্মবতা উপযোগী হিসেবে আখ্যায়িত করেন৷মন্ত্রী স্বাধীনতা বিরোধীদের কোন ধরনের অপপ্রচারে বিভ্রানত্ম না হওয়ার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান৷ কামরুল ইসলাম বলেন, সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বে উন্নত দেশ হিসেবে ঠাঁই করে নেবে৷ বাংলাদেশের অগ্রগতি কোনভাবে সত্মব্ধ করা যাবে না৷

প্রধান অতিথি খাদ্যে ভেজালকে নিত্‍কৃষ্ট চেতনার ফসল উল্লেখ করে বলেন, এর বিরম্নদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই৷ তিনি বলেন, আমরাই পলিটেকনিক ইনস্টিটিউটে ফুড টেকনোলজি চালু করেছি৷ এসকল ডিপেস্নামা গ্র্যাজুয়েটদের খাদ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থায় নিয়োগ করা হবে৷ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারগণ প্রকৃতঅর্থে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে উল্লেখ করে মন্ত্রী বলেন, আপনারা কোন সরকারের লেজুড়বৃত্তি করেন নাই বা মাথানথ করেনি৷ আপনাদের চিনত্মা চেতনা এক জায়গায় স্থির রয়েছে, যা হচ্ছে দেশের কল্যাণ৷ ফরমালিনের বিরম্নদ্ধে জনমত গঠনে তিনি ডিপেস্নামা ইঞ্জিনিয়ারদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান৷

আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান খাদ্যে ভেজাল প্রক্রিয়াকে সভ্যতার অন্যতম সংকট হিসেবে আখ্যায়িত করেন৷ তিনি সমৃদ্ধ জাতির অগ্রগমনের স্বার্থে এ ধরনের জঘন্য কাজের সাথে জড়িতদের দৃষ্টানত্মমূলক শাসত্মির দাবি জানান৷ শামসুর রহমান বলেন, সর্বক্ষেত্রে দক্ষতার অপ্রতুলতার কারণে অদক্ষরা মানবতা বিবর্জিত কাজে উত্‍সাহিত হচ্ছে৷ তিনি খাদ্যে ভেজাল রোধে উপজেলা পর্যায়ে খাদ্য পরিদর্শক পদে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ফুড টেকনোলজিতে উত্তীর্ণ দক্ষ জনগোষ্ঠিকে পরিদর্শক হিসেবে নিয়োগদানের জন্য খাদ্যমন্ত্রীর প্রতি অনুরোধ রাখেন৷