1416137488

দৈনিকবার্তা-ঢাকা, ১৬ নবেম্বর: রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন উত্তেজনাপূর্ণ জি-২০ শীর্ষ সম্মেলন শেষে রোববার অস্ট্রেলিয়া ত্যাগ করেছেন৷ সম্মেলনে তিনি ইউক্রেন সংকট প্রশ্নে পশ্চিমা দেশগুলোর সম্মিলিত সমালোচনার সন্মুখীন হন৷সপ্তাহানত্মের বৈঠকের চূড়ানত্ম ইশতেহার প্রকাশিত হওয়ার আগেই তিনি অস্ট্রেলিয়া ত্যাগ করেন৷ খবর এএফপি’র৷তবে অস্ট্রেলিয়া ত্যাগ করার আগে পুতিন বার্ষিক ফোরামের সমাপনী মধ্যাহ্নভোজে যোগ দেন৷ তিনি এই সম্মেলনে গৃহীত ‘গঠনমূলক’ আলেচনারা প্রশংসা করেন৷

রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিন রোববার জি২০ শীর্ষ সম্মেলনের ‘গঠনমূলক পরিবেশের’ প্রশংসা করে বলেছেন, সম্মেলনে ইউক্রেন সংকট ‘সমাধানের একটি ভাল সুযোগ’ ছিল৷তবে তিনি সম্মেলনে ইউক্রেনের বি”িছন্নতাবাদীদের সহায়তার বিষয়টি নিয়ে পশ্চিমাদের চাপের মুখে পড়েন৷ খবর এএফপি’র৷

রুশ টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের কোন কোন অভিমত অন্যদের সঙ্গে মেলেনি তবে আলোচনা সম্পূর্ণ, গঠনমূলক ও অত্যনত্ম সহায়ক হয়েছে৷’এ সময় পুতিন ব্রিসবেনে এই সম্মেলনের আয়োজন করার জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোটকে ধন্যবাদ জানান৷তিনি আরো জানান, দ্বিপক্ষীয় আলোচনায় ইউক্রেন সংকট ও রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়গুলো প্রাধান্য পায়৷পুতিন এই আলোচনাকে ‘খোলামেলা, গুরুত্বপূর্ণ ও কার্যকরী’ হিসেবে অভিহিত করেন৷তিনি বলেন, সম্মেলনে রাশিয়ার গৃহীত ব্যবস্থাগুলোর পেছনে কারণগুলো মস্কো ভালভাবে তুলে ধরতে সৰম হয়েছে৷

তিনি বলেন, ‘আমি মনে করি এটা আমাদের সাহায্য করবে৷’তিনি আরো বলেন, ‘সেখানে সংঘাত নিরসনের একটি ভাল সুযোগ ছিল৷’মস্কোর বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা সম্পর্কে পুতিন বলেন, ‘এটা সাধারণভাবে মেনে নেয়া হয়েছে যে নিষেধাজ্ঞা সবার জন্যই ৰতিকর৷’পুতিনের উষ্ণ শব্দাবলী সত্ত্বেও সম্মেলনে রাশিয়া ও পশ্চিমাদের মধ্যে উত্তেজনার বিষয়টি ছিল লৰ্যণীয়৷রুশ প্রেসিডেন্ট পূর্ব ইউক্রেনে বিচিছন্নতাবাদীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোর বিরম্নদ্ধে কিয়েভের অর্থনৈতিক নিষেধাজ্ঞার পরিকল্পনারও সমালোচনা করেন৷রম্নশ প্রেসিডেন্ট বলেন, ‘আমি মনে করি এটা একটা বড় ভুল৷ কারণ তারা এই অঞ্চলগুলোর ওপর থেকে তাদের নিয়ন্ত্রণ হারাচেছ৷’সংবাদ সম্মেলনের পর পুতিন সম্মেলনের চূড়ানত্ম ইশতেহার প্রকাশিত হওয়ার আগেই বিমানে অস্ট্রেলিয়া ত্যাগ করেন৷