khagrachori

দৈনিকবার্তা-খাগড়াছড়ি,১৬নভেম্বর: খাগড়াছড়ি জেলা সদর সেনানিবাসে রোববার সকালে রামগড়-১৬ বিজিবির ব্যাটালিয়ন সদস্যদের প্রশিক্ষণ চলাকালীন গ্রেনেড বিস্ফোরণে বিজিবি’র ২জন সদস্য ঘটনাস্থলেই নিহত হয়৷ গুরুতর আহত হয় আরো চার বিজিবি সদস্য৷সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, সকাল ১১টা ৪০ মিনিটে প্রশিক্ষণের সময় হঠাত্‍ গ্রেনেড বিস্ফোরন হলে ১৬-বিজিবির নায়েক সুবেদার আবুল কাশেম ও সিপাহী হাছান ঘটনাস্থলেই নিহত হয়৷

এ সময় ৪০-বিজিবি ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন তাইফুল ইসলাম, নায়েক সুবেদার মাসুদ রানা, ল্যান্স নায়েক মাসিরুল ইসলাম, ল্যান্স নায়েক সিরাজ গুরুতর আহত হয়েছে৷আহতদেরকে হেলিকপ্টারে চট্টগ্র্যাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে৷উল্লেখ্য, বিজিবির এসব সদস্যরা রামগড়-১৬ বিজিবি থেকে খাগড়াছড়ি সেনানিবাসে এসে প্রশিক্ষণে অংশ নেয়৷খাগড়াছড়ির ওসি মিজানুর রহমান জানান, রোববার সকালে সেনানিবাসের ভেতরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের নিয়মিত প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে৷

চারজনকে আহত অবস্থায় হেলিকপ্টারে করে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি৷বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহসীন রেজা জানান,নায়েক সুবেদার আবুল কাশেম প্রশিক্ষণ দিচ্ছিলেন৷ সিপাহী হাসান ছিলেন প্রশিক্ষণার্থীদের মধ্যে৷এ সময় হঠাত্‍ গ্রেনেড বিস্ফোরিত হলে হতাহতের ঘটনা ঘটে৷ আহতরা হলেন- নায়েক সুবেদার মাসুদ রানা, ল্যান্স নায়েক নাসিরুল ইসলাম, ল্যান্স নায়েক সিরাজ ও ডাক্তার ক্যাপ্টেন তাইফুল ইসলাম৷ এর আগে গত ফেব্রুয়ারিতে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে প্রশিক্ষণের সময় মর্টার শেল বিস্ফোরিত হয়ে দুই সেনা সদস্য ও চার বিজিবি সদস্য নিহত হন, আহত হন অন্তত ১০ জন৷