নিউজ স্পোর্টস

দৈনিকবার্তা-নিউজ স্পোর্টস-ঢাকা, ২৩ নভেম্বর: দক্ষিণ আফ্রিকার বিপৰে পঞ্চম ও শেষ ওয়ানডে ম্যাচও জিতলো অস্ট্রেলিয়া৷ বৃষ্টি আইনে সিরিজের শেষ ম্যাচটিতে অসিরা জিতেছে ২ উইকেটে৷ ফলে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নিলো স্বাগতিকরা৷ সেই সাথে র্যাংকিং-এর শীর্ষস্থানও ফিরে পেলো অস্ট্রেলিয়া৷ ভারতের সাথে তাদের রেটিং পয়েন্ট সমান ১১৭৷ কিন্তু ভগ্নাংশের হিসাবে কিছুটা এগিয়ে থাকায় এক নম্বর স্থানে বসে আছে অস্ট্রেলিয়াই৷

সিডনিতে সিরিজের পঞ্চম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বানত্ম নেয় দক্ষিন আফ্রিকা৷ উদ্বোধনী জুটিতে ৫৪ রান এনে দিয়ে ব্যক্তিগত ১৮ রানে বিদায় নেন প্রোটিয়াস ওপেনার হাশিম আমলা৷  এরপর দারুণ এক জুটি গড়েন আরেক ওপেনার কুইন্ট ডি কক ও রিলি রসোউ৷ দ্বিতীয় উইকেটে ১০৭ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভীত গড়ে দেন তারা৷ রসোউ ৫১ রান করে আউট হলেও, ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে ১২৩ বল মোকাবেলা করে ১০৭ রানে ফিরেন ডি কক৷  দক্ষিন আফ্রিকার মিডল-অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও, শেষদিকে ৪১ বলে ৬৩ রানের মারমুখী এক ইনিংস খেলে দলকে লড়াকু স্কোর এনে দেন ফারহান বেহারদিয়ান৷ ৫০ ওভার শেষে ৬ উইকেটে ২৮০ রান সংগ্রহ করে দৰিন আফ্রিকা৷ অস্ট্রেলিয়ার পক্ষে ৫৪ রানে ৩ উইকেট নিয়েছেন পেসার প্যাট কামিন্স৷

জবাবে জয়ের জন্য ২৮১ রানের লৰ্যে খেলতে নেমে ৯ দশমিক ২ বলে ১ উইকেট হারিয়ে  ৬৬ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া৷ এরপর বৃষ্টির কারনে বেশ কিছুক্ষন খেলা বন্ধ থাকে৷ পুনরায় খেলা শুরম্নর পর ৪৮ ওভারে ২৭৫ রানের নতুন টার্গেট পায় অসিরা৷ সেই লৰ্যে ছুটতে গিয়ে অ্যারোন ফিঞ্চ, শেন ওয়াটসন ও স্টিভেন স্মিথের তিন হাফ-সেঞ্চুরিতে জয়ের পথ পেয়ে যায় অস্ট্রেলিয়া৷ তবে দলীয় ২১৮ রানের মধ্যে ফিঞ্চ ৭৬, ওয়াটসন ৮২ ও স্মিথ ৬৭ রানে বিদায় নিলেও দলের জয় ছিলো সময়ের ব্যাপার৷ কিন’ অসিদের মিডল ও লোয়ার অর্ডারে ধ্বস নামিয়ে দক্ষিণ আফ্রিকাকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন সফরকারী স্পিনার রবিন পিটারসন৷ একপর্যায়ে ৮ উইকেটে ২৬৭ রানে পরিণত হয় অস্ট্রেলিয়া৷  তবে নবম উইকেটে মিচেল স্টার্ককে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন জেমস ফকনার৷ তখনো ম্যাচের ৫ বল বাকী ছিল৷ দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন পিটারসন৷ ম্যান অব ম্যাচ হয়েছেন ডি কক৷ সিরিজ সেরার পুরস্কার জিতেন স্মিথ৷