সুরঞ্জিত

দৈনিকবার্তা-ঢাকা, ৮ ডিসেম্বর: তেল, গ্যাস ও বিদু্যতের দাম এমনভাবে বাড়ানো হবে যেখানে বিএনপি কোনো আন্দোলন করা সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত৷তিনি বলেন, জনস্বার্থ রক্ষা করে এবং দেশের উন্নয়নের চাকা সচল রেখেই আন্তর্জাতিক বাজার মূল্যের সঙ্গে সমন্বয় করে তেল, গ্যাস ও বিদু্যতের দাম বাড়ানো হবে৷ সেখানে বিএনপি কোনো আন্দোলন করার সুযোগ পাবে না৷

সোমবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক শীর্ষক এক আলোচান সভায় তিনি এ কথা বলেন৷প্রসঙ্গত, রোববার রাজধানীর এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকাররের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন- তেল, গ্যাস ও বিদু্যতের দাম বাড়লেই লাগাতার কর্মসূচি দেয়া হবে৷ অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তিনি৷আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি বলেন, বিদু্যত্‍ ও গ্যাসের মূল্য বৃদ্ধি ইসু্য নিয়ে বিএনপিকে আন্দোলনের কোনো সুযোগ দেওয়া হবে না৷

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল গ্যাস-বিদু্যতের মূল্য বৃদ্ধি করা হলে লাগাতার কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছেন৷তিনি বলেন, জনস্বার্থ রক্ষা করে জাতীয় ও আনত্মর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে উন্নয়নের স্বার্থে গ্যাস-বিদু্যতের দাম বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে৷ বিএনপির আন্দোলনের ভয়ে বাড়ানো বা কমানো হবে না৷বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জানুয়ারিতে আন্দোলন শুরু করার ঘোষনার বিষয়ে সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আন্দোলন করার অধিকার আপনার আছে৷ তবে শানত্মিপূর্ণ উপায়ে আন্দোলন করেন৷

তিনি বলেন, নির্বাচন হবে না, আমরা এ কথা বলিনি৷ সময় হলেই নির্বাচন হবে৷ সরকার প্রতিনিধিত্বহীন অবস্থায় একদিনও ৰমতায় থাকবে না৷বাংলাদেশ বন্ধুহীন হয়ে পড়েছে-খালেদা জিয়ার এমন বক্তব্যের কঠোর সমালোচনা করেন সুরঞ্জিত৷

তিনি বলেন, কী করে বুঝলেন আমরা বন্ধুহীন হয়ে পড়লাম৷ এবারও স্পিকার শিরীন শারমিন চৌধুরী সিপিএ এবং সাবের হোসেন চৌধুরী আইপিইউয়ে জয়ী হয়েছে৷ তাঁরা কী গায়েবী ভোটে নির্বাচিত হয়েছেন? সারা পৃথিবীর সংসদ সদস্যদের ভোটে সাবের চৌধুরী নির্বাচিত হয়েছেন৷ ওআইসিতে আপনারা একজনকে দাঁড় করিয়েছিলেন৷ তিনি কেবল তাঁর ভোটটাই পেয়েছিলেন৷

খালেদা জিয়ার বক্তব্য অনত্মঃসারশূণ্য, বিদ্বেষপূর্ণ ও ঈর্ষাপরায়ন উল্লেখ করে তিনি বলেন, দেশের বর্তমান পররাষ্ট্রনীতিতে বিশ্বের সকল দেশের কাছে দেশের ভাবমূর্তি উন্নত হয়েছে৷

যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের টিকফা ও ডায়ালগ বিষয়ে সম্প্রতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ তবে বেগম জিয়া লবিস্ট নিয়োগ করে মাঝে মাঝে ৫ জানুয়ারি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করেন৷এক দেশের ওপর নির্ভর করে সরকার দেশ চালাছে বিএনপি নেতাদের এমন মনত্মব্যের বিষয়ে সুরঞ্জিত বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক৷ভারতের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে উল্লেখ করে তিনি বলেন, উপমহাদেশে জঙ্গিবাদসহ সকল সমস্যা নিয়ে আমার একসাথে লড়াই করব৷ দুই দেশের মধ্যে জঙ্গির লিস্ট আদান-প্রদান করা হচ্ছে৷ উভয় দেশ জঙ্গিবাদের বিরুদ্ধে যৌথভাবে লড়াই করবে৷

সংগঠনের সহ-সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্ঠা মো. নাজির মিয়া, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী ও হুমায়ুন কবির মিজি প্রমূখ৷