Basis-624x255

দৈনিকবার্তা-ঢাকা, ৯ ডিসেম্বর: তৈরি পোশাক শিল্পের জন্য বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘বিজনেস সফটওয়্যার শোকেস’ শীর্ষক সফটওয়্যার প্রদর্শনী৷ তিন দিনব্যাপী এই প্রদর্শনী শের-এ-বাংলা নগরের বিসিএস কম্পিউটার সিটির নিচতলায় অনুষ্ঠিত হবে৷ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর উদ্যোগে ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল (আইবিপিসি)-এর সহায়তায় এই প্রদর্শনী আয়োজিত হচ্ছে৷
আয়োজন সম্পর্কে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বেসিস৷ রাজধানীর কারওয়ান বাজারের বেসিস অডিটোরিয়ামে আয়োজিত এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল, যুগ্ম-মহাসচিব মোস্তাফিজুর রহমান সোহেল, বেসিস স্ট্যান্ডিং কমিটি অন লোকাল মার্কেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও বিজনেস সফটওয়্যার শোকেসের আহ্বায়ক রাশেদ কামাল, কো- চেয়ারম্যান গোপাল দেবনাথ৷

এবারের প্রদর্শনীতে কেবলমাত্র গার্মেন্টস ও টেঙ্টাইলস শিল্পের সফটওয়্যার প্রদর্শন করা হবে৷ ‘আসুন, তুলনা করুন এবং বেছে নিন’ স্লোগানের এই আয়োজনে এবার বেসিসের সদস্যভুক্ত প্রায় ১০টি কোম্পানি তাদের সফটওয়্যার প্রদর্শন করবে৷ বৃহস্পতিবার সকাল ১০টায় তৈরি পোশাক শিল্পের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এঙ্পোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) সভাপতি মো. আতিকুল ইসলাম প্রদর্শনীর উদ্বোধন করবেন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিজনেস প্রমোশন কাউন্সিলের কো-অর্ডিনেটর ও যুগ্ম-সচিব এসএম রেজোয়ান হোসেন৷

আয়োজন প্রসঙ্গে বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল বলেন,’একটি নির্দিষ্ট জায়গায় একই ধরনের সফটওয়্যারের তুলনামূলক বৈশিষ্ট্য এবং এর প্রতিযোগিতামূলক মূল্য সম্পর্কে দর্শনার্থীদের সুস্পষ্ট ধারণা দিতেই এই আয়োজন৷ এতে সাধারণ দর্শনার্থীসহ গার্মেন্টস ও টেঙ্টাইলস শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তা, কর্মকর্তাসহ সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ ফলে বিপুল সংখ্যক দর্শনার্থীদের আগমন, বিভিন্ন সফটওয়্যার কোম্পানির উদ্যোক্তা ও নীতি নির্ধারক ব্যক্তিদের উপস্থিতি এবং অংশগ্রহণকারী কোম্পানিগুলোর ইতিবাচক প্রতিক্রিয়ার মাধ্যমে দেশি সফটওয়্যারের বিপণন আরও বাড়বে৷

বিজনেস সফটওয়্যার শোকেসের আহ্বায়ক রাশেদ কামাল বলেন, বেসিস বছর জুড়ে প্রায় প্রতিমাসেই এ ধরনের আয়োজন করে আসছিল৷ গত কয়েক মাস বিরতিতে আবারও ধারাবাহিকভাবে এই আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে৷ এর আগে বেসিস এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার, হেলথকেয়ার ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং রিয়েল অ্যাস্টেট ম্যানেজমেন্ট সফটওয়্যারসহ বিভিন্ন বিষয়ভিত্তিক সফটওয়্যার প্রদর্শনীতে ব্যাপক সাড়া পায়৷

এবারের প্রদর্শনীতে বেসিস সদস্য কোম্পানি যারা গার্মেন্টস ও টেঙ্টাইলস সফটওয়্যার তৈরি ও বিপণন করে থাকে তারা অংশগ্রহণ করছে৷ কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভান্সড ইআরপি (বিডি) লিমিটেড, বেস্ট বিজনেস বন্ড লিমিটেড, সিএসএল সফটওয়্যার লিমিটেড, লজিক সফটওয়্যার লিমিটেড, লেঙ্নিার সলিউশন্স, সিসটেক ডিজিটাল লিমিটেড, মিডিয়া সফট লিমিটেড ও ইউরোবাংলা আইটি৷

১১, ১২ ও ১৩ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিসিএস কম্পিউটার সিটিতে আয়োজিত এ বিজনেস সফটওয়্যার প্রদর্শনী দর্শকদের জন্য উম্মুক্ত থাকবে৷ আয়োজন সম্পর্কে বিস্তারিত জানা যাবে এই ওয়েবে িি.িনধংরং.ড়ত্ম.নফ/নংং৷