BC-11-12-2014-1820141211151850

দৈনিকবার্তা-হাটহাজারী, ১২ ডিসেম্বর: চাকুরীর ক্ষেত্রে ডিপ্লোমা কৃষিবিদদের দ্বিতীয় শ্রেণির মযর্াদা, কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকত্তোর ডিগ্রীর নেয়ার সুযোগ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা পদে নিয়োগ সংখ্যা বৃদ্ধি এবং মাধ্যমিক সত্মরে কৃষি শিৰক পদে শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের নিয়োগ দানের দাবিতে মানব বন্ধন কর্মসুচি পালন ও প্রধান মন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউট (এটিআই) শিার্থীরা৷ বৃহস্পতিবার বেলা সাড়ে বার টায় হাটহাজারীতে উপজেলা পরিষদের সামনে মানব বন্ধন কর্মসুচি শেষে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোয়াজ্জম হোসাইনের মাধ্যমে ‘এটি আই’এর পাঁচ শতাধিক শিক্ষার্থী এ স্মারকলিপি প্রদান করে৷

এটিআই ছাত্র-ছাত্রী ঐক্য পরিষদ সভাপতি ফরহাদ আহম্মদ স্বজলের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখে পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, সংগঠনিক সম্পাদক নুরুল আজিম৷ তাসনিম আলম মুন্নার সঞ্চালনায় আরো বক্তব্য রাখে এটিআই বিভিন্ন সেমিষ্টারের শিৰার্থী আবু বোখারী বিন শরীফ, লুত্‍ফর রহমান বাবর, জুয়েল দে, আফসার উদ্দিন, উত্‍পল চক্রবর্তী, দেলোয়ার হোসেন, কামাল হোসেন, জোসনা আক্তার, বাবলু, ওয়াহেদ, রিয়াদ, বারেক, নিখিল, ফয়সাল, দিদার, রম্নবেল, সুমন, আবিদ, রাশেদ প্রমুখ৷

মানব বন্ধন কর্মসুচিতে বক্তব্যে শিক্ষার্থীরা বলেন,কৃষি প্রযুক্তি কৃষকের দোরগোড়ায় পৌঁছেনো, সরকারকে কৃষি বান্ধব সরকারে রম্নপানত্মরে,কৃষি উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের বাসত্মবায়নে ডিপ্লোমা কৃষিবিদরা ক্লানত্মিহীন পরিশ্রম করে যাচ্ছে৷ যার ফলে বাংলাদেশের কৃষি বিভাগ আজ বিশ্বের বুকে সমাদৃত ও প্রশংসনীয় ৷ কিন্তু অতি দুঃখের সাথে জানাতে হচ্ছে আমরা উক্ত খাতে অবদান রাখার পরেও আমাদের কাঙ্খীত মযর্াদা দেয়া হচ্ছে না৷ আমাদের নেই তেমন কোন উচ্চ শিৰার সুযোগ, সর্বক্ষেত্রে আমরা পিছিয়ে আছি৷ তাই আমরা আশাবাদি সরকার আমাদের চার দফা দাবি বাসত্মবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহন করবেন৷

দাবিগুলো হলো ডিপেস্নামা কৃষিবিদদের দ্বিতীয় শ্রেণির মযর্াদা দিয়ে ইতিপূর্বে ঘোষিত মান দ্রুত বাসত্মবায়ন করতে হবে৷ ডিপেস্নামা কৃষিবিদদের কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রীর সাথে সমন্বয় করে স্নাতকত্তোর ডিগ্রী পড়ার সুযোগ দিতে হবে৷ চাকরির ক্ষেত্রে উপ-সহকারী পদে নিয়োগ সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং মাধ্যমিক সত্মরে শুধুমাত্র ডিপেস্নামা কৃষিবিদদের কৃষি শিক্ষক পদে নিয়োগ দিতে হবে৷