Health_thereport24

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ ডিসেম্বর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ বৃদ্ধিসহ মফস্বল এলাকায় কর্মরত ডাক্তারদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে৷এছাড়া সভায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিকায়ন, গাইনী ও এনেসথেসিয়া ডাক্তারদের প্রনোদনা দেয়ারও সুপারিশ করা হয়৷ রোববার সংসদ ভবনে কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়৷

কমিটির সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, প্রতিমন্ত্রী জাহিদ মালেক, আ. ফ. ম রুহুল হক, মো: ইউনুস আলী সরকার, নিজাম উদ্দিন হাজারী, শরিফুল ইসলাম জিন্নাহ ও সেলিনা বেগম সভায় অংশগ্রহণ করেন৷সভায় গোপালগঞ্জে অবস্থিত শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজহাসপাতালের সার্বিক কার্যক্রম, এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেড এর বর্তমান কার্যক্রম এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে বিসত্মারিত আলোচনা করা হয়৷

সভায় জানানো হয়, গোপালগঞ্জে শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে গত ২ ডিসেম্বর ৬০ জন বিশেষজ্ঞ চিকিত্‍সকের পদ সৃজন করা হয়েছে৷ বর্তমানে ৬০ জন চিকিত্‍সকের মধ্যে ২৩ জন সংযুক্তি হিসেবে কর্মরত রয়েছে৷এছাড়া জরম্নরী ভিত্তিতে বায়োকেমিষ্ট্রি, ফিজিওলজি, মেডিসিন, কার্ডিওলজি ও সাইকিয়াট্টি বিষয়ে সহকারী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদায়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে৷সভায় আরো জানানো হয়, এসেনসিয়াল ড্রাগস কোম্পানী লিমিটেডের টেন্ডার প্রক্রিয়ার কাজ আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করা হবে৷পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সকল পর্যায়ে শুন্যপদসমূহে নিয়োগের কার্যক্রম দ্রম্নত সম্পন্ন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে পরামর্শ দেয়া হয়৷

মেডিকেল কলেজে বিশেষজ্ঞ ডাক্তারদের পদসংখ্যা বৃদ্ধির বিষয়ে পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট প্রদানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেককে আহ্বায়ক ও মজিবুর রহমান ফকির এবং মো: ইউনুস আলী সরকারকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি সাব-কমিটি গঠন করা হয়৷সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊধর্্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷