জঙ্গিকে

দৈনিকবার্তা-ঢাকা, ২০ ডিসেম্বর: ৪৮ ঘন্টার মধ্যেই ফাঁসিতে ঝুলিয়ে তিন হাজার জঙ্গির মৃতু্যদণ্ড কার্যকরের জন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের প্রতি আল্টিমেটাম দিয়েছেন পাকিস্তানের সেনা প্রধান জেনারেল রাহিল শরীফ৷ বুধবার এক টুইটার বার্তায় রাহিল শরীফ বলেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে বলছি ৪৮ ঘন্টার মধ্যে তিন হাজার সন্ত্রাসীর মৃতু্যদণ্ড কার্যকর করতে হবে৷ এর মাত্র একদিন আগে মঙ্গলবার পেশোয়ারে অবস্থিত পাকিস্তানের সামরিক বাহিনী পরিচালিত এক বিদ্যালয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ১৩২ শিক্ষার্থী সহ ১৪১ জন৷ এ ঘটনায় তিনদিনের জাতীয় শোক ঘোষণা করা হয় পাকিস্তানে৷ হতাহতদের বেশিরভাগই পাক সামরিক বাহিনীর কর্মকর্তাদের স্বজন৷হামলার পরপরই এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে চরম প্রতিশোধ গ্রহণের পাশাপাশি জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবান সহ সব চরমপন্থির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি প্রদান করেন পাকিস্তানের সেনাপ্রধান রাহিল শরীফ৷ জঙ্গিদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার পাশাপাশি জঙ্গিদের প্রতি সহানুভূতিশীলদের ব্যাপারেও হুঁশিয়ারি প্রদান করেন জেনারেল রাহিল শরীফ৷ পেশোয়ার হামলার বিভীষিকার পর জেনারেল শরীফ টুইটারে বলেন, যথেষ্ট হয়েছে৷ যারা সন্ত্রাসীদের পক্ষে কথা বলে এখন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে৷পাকিস্তানের ক্ষমতাধর সেনা প্রধান টুইটারে অনেক বেশি তত্‍পর৷ পাকিস্তানে নির্বাচিত প্রধানমন্ত্রী ও সংসদ থাকলেও পর্দার অন্তরালে দেশটির সেনাপ্রধানকেই সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়৷