dpe_home_pic1

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ ডিসেম্বর: জাতীয় সংসদের সরকারী প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির সভায় ২০২১ সালের মধ্যে দেশকে নিরক্ষরমুক্ত ও মধ্যম আয়ের দেশে পরিণত করতে প্রাথমিক শিক্ষাকে যুগোপযোগী ও মানসম্মত করতে এই খাতে চলমান সকল প্রকল্প যথাসময়ে ও সুচারুরুপে বাসত্মবায়নের তাগিদ দেয়া হয়েছে৷

বুধবার সংসদ ভবনে কমিটির সভাপতি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ তাগিদ দেয়া হয়৷ কমিটির সদস্য এ, কে, এম শাহজাহান কামাল, মো: আব্দুল মজিদ খান এবং মীর মোসত্মাক আহমেদ রবি সভায় অংশগ্রহণ করেন৷সভায় ৯ম জাতীয় সংসদের প্রথম থেকে শেষ অধিবেশন পর্যনত্ম সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী ও মন্ত্রীর পক্ষ থেকে দেয়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংক্রানত্ম প্রদত্ত প্রতিশ্রম্নতির উপর আলোচনা করা হয়৷সভায় জানানো হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন মোট প্রতিশ্রুতির সংখ্যা ১৭টি যার মধ্যে ৪টি বাসত্মবায়িত ও ১২টি বাসত্মবায়নাধীন রয়েছে৷

এছাড়া দেশের বিভিন্ন জায়গায় প্রাথমিক বিদ্যালয়বিহীন এলাকায় ১৫শ’ বিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় ১ হাজার ৩১৩টি বিদ্যালয় নির্মাণের কার্যাদেশ প্রদান করা হয়েছে৷ ৮৪০টি বিদ্যালয়ের কাজ শতভাগ সম্পন্ন হয়েছে৷ সভায় বাসত্মবায়ন, পরিবীৰণ ও মূল্যায়ণ বিভাগের (আইএমইডি) পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন প্রকল্পের বাসত্মবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়৷ সভায় প্রাথমিক বিদ্যালয় নির্মাণ ও সংস্কারের ৰেত্রে গুণগতমানের ঘাটতি দূর করে নির্ধারিত সময়ে হসত্মানত্মরের সুপারিশ করা হয়৷ এছাড়া প্রয়োজনের ভিত্তিতেই যথাস্থানে বিদ্যালয় নির্মাণ প্রকল্প গ্রহণেরও সুপারিশ করা হয়৷সভায় বাসত্মবায়ন, পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভারপ্রাপ্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশিস্নষ্ট উধর্্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন৷