05-08-14-Mahbubul Alam Hanif_Press Briefing-4 copy

দৈনিকবার্তা-কুষ্টিয়া, ৩০ ডিসেম্বর: অপকর্মের দায়ভার সরকারের উপরে চাপিয়ে পার পাওয়ার চেষ্টা করছে বিএনপি এতে কোনো লাভ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ৷ মঙ্গলবার কুষ্টিয়া শহরে নিজ বাসভবনে ক্যান্সারসহ দূরারোগ্য ব্যাধীতে আক্রান্তদের চেক প্রদান শেষে তিনি এ কথা বলেন৷

হানিফ বলেন, হরতালের নামে রাজনীতির কর্মসূচির নাম করে যদি ধ্বংসাত্মক কাজ করে জ্বালাও- পোড়াও ভাঙচুর করেন তাহলে সরকার আইনগত ব্যবস্থা নেবে৷ ইতিমধ্যে সন্ত্রাসী ও নাশকতা মূলক কর্মকাণ্ডের জন্য বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে৷

তিনি আরো বলেন, যারা নাশকতা মূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত তারা যে পর্যায়ের নেতাই হোকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্যে করে হানিফ বলেন, আপনারা যেভাবে মিথ্যাচার করে আসছেন আমার মনে হয় বাংলাদেশে এমন মিথ্যাচার আর কখনও কেউ দেখেনি৷ সোমবারের হরতালে নোয়াখালীতে পিকেটারদের ইটের আঘাতে এক স্কুল শিক্ষিকা নিহত হল আর এ সব ঘটনাগুলোতে তাদের দায় এড়িয়ে যাবার জন্য মিথ্যাচার করে সরকারের উপর চাপিয়ে দিলেন৷

এ সময় কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল গনি, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর কমিটির সভাপতি তাইজাল আলী খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷