press
দৈনিকবার্তা–ঢাকা,৩১ডিসেম্বর : ঢাকা মহানগর বিদায়ী পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদ বলেছেন, পুলিশ বাহিনীকে আধুনিকায়নের লক্ষে দায়িত্ব পালনকালে ট্রাফিক সার্জেন্টের শরীরে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হবে৷সদ্যবিদায়ী কমিশনার রাজধানীর শাহবাগ এলাকায় নতুন এই প্রযুক্তি সম্পন্ন ক্যামেরার উদ্বোধনকালে এ কথা বলেন৷তিনি বলেন, পুলিশে প্রযুক্তিগত উত্‍কর্ষতার ধারাবাহিকতায় এই ডিজিটাল ক্যামেরা সংযুক্ত করা হলো৷

তিনি বলেন, ট্রাফিক পুলিশের একজন সাজেন্ট এ ক্যামেরা ব্যবহারের মাধ্যমে পথচারী , চলনত্ম গাড়ির গতিবিধি ও অপরাধীদের বিভিন্ন চিত্র ধারণ করতে পারবেন৷ এমনকি সার্জেন্টের চলাচলের গতিবিধির চিত্রও এ ক্যামেরায় ধারন করা থাকবে৷নতুন এই ক্যামেরার নাম বডি ওর্ন ক্যামেরা৷ এ ক্যামেরার মাধ্যমে ৮ ঘন্টা ভিডিও ও অডিও রেকর্ড করা সম্ভব হবে বলে ডিএমপি কমিশনার জানান৷

কমিশনার বলেন, এই মুহুর্তে ১৫টি ক্যামেরা দিয়ে প্রাথমিকভাবে এ প্রকল্পের কার্যক্রম শুরম্ন হয়েছে৷ ভবিষ্যতে পর্যায়ক্রমে আরো ৪০০ ক্যামেরা সংযুক্ত করা হবে৷তিনি বলেন, এটি হাই রেজুলেশনের ১৬ মেগাপিঙ্লে ক্যামেরা, যার মাধ্যমে ৮ ঘন্টা অডিও ও ভিডিও রেকডিং করা সম্ভব৷বেনজীর বলেন, এই ক্যামেরায় রাসত্মার সব ধরণের চিত্র ও সার্জেন্টের কথোপকথন রেকর্ড থাকবে৷ এই রেকর্ড সার্জেন্ট নিজের ই”ছায় মুছে ফেলতে পারবে না৷

অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার (অর্থ ও বাজেট) ইমাম হোসেন জানান, এই ক্যামেরার সবধরণের কার্যক্রম কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা হবে৷ আমেরিকান পুলিশ গত বছর এই প্রযুক্তি প্রথম ব্যবহার করেছে৷ প্রতিটি ক্যামেরার মূল্য ২০ হাজার টাকা৷অতিরিক্ত পুলিশ কমিশনার মিলি বিশ্বাস, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মারম্নফ হাসান, যুগ্ম পুলিশ কমিশনার মো: মনিরম্নল ইসলাম, মীর রেজাউল আলম, ওয়াই এম বেলালুর রহমান, উপ-পুলিশ কমিশনার ইমাম হাসান ও মো: মাসুদুর রহমান এ সময় উপস্থিত ছিলেন৷