image_172134.2015-01-06_3_381111

দৈনিকবার্তা-ঢাকা, ৬ জানুয়ারি: শ্রীলংকায় চলতি সপ্তাহে নির্বাচনে প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে নতুন একটি বিরোধী রাজনৈতিক শক্তির নজিরবিহীন চ্যালেঞ্জের সম্মুখীন হবেন৷ তার সরকারের স্বাস্থ্যমন্ত্রী মাইথরিপালা সিরিসেনা নিজ দল ত্যাগ করে প্রধান বিরোধী প্রার্থী হওয়ায় এবার তৃতীয় মেয়াদে জয়লাভ করতে রাজাপাকসেকে দারুণ বেগ পেতে হবে বলে পর্যবেক্ষক মহল ধারণা করছেন৷শ্রীলংকার সেনাবাহিনী ২০০৯ সালে বিদ্রোহী তামিল টাইগারদের নির্মূল করার পর রাজাপাকসে রাজনীতিতে অজেয় হিসেবে আবির্ভূত হয়েছেন৷ দক্ষিণ এশিয়ার মধ্যে তিনি সবচেয়ে বেশিদিন ক্ষমতায় রয়েছেন৷ ২০০৯ সালে দীর্ঘ কয়েক দশকের সংঘাতের অবসান ঘটায় দেশটিতে সমৃদ্ধির পথে এক নতুন যুগের সূচনা ঘটে৷

রাজাপাকসে ২০১০ সালের নির্বাচনে ব্যাপক জয় পান৷ তবে সমালোচকদের মতে, রাজাপাকসে সংখ্যালঘু তামিলদের সঙ্গে সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছেন৷ তাছাড়া বিচার বিভাগের স্বাধীনতায় হসত্মক্ষেপসহ দুর্নীতির অভিযোগের মধ্যে তিনি তার দ্বিতীয় মেয়াদ অতিবাহিত করেছেন৷এবারের নির্বাচনে তার সরকারের স্বাস্থ্যমন্ত্রী মাইথরিপালা সিরিসেনা নিজ দল ত্যাগ করে প্রধান বিরোধী প্রার্থী হয়েছেন৷ ফলে এবার তাকে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হতে পারে৷

রাজনৈতিক ভাষ্যকার ভিক্টর ইভান বলেন, মাইথরিপালা সিরিসেনা বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে অসনত্মোষের প্রতীকে পরিণত হতে পারেন৷তিনি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘রাজাপাকসে সমস্যা সমাধানেও ব্যর্থ হয়েছেন৷তিনি বলেন, প্রেসিডেন্ট বড় বড় সড়ক ও বন্দর নির্মানের প্রতি মনোযোগ দিয়েছেন৷ এটা জিডিপি’র জন্য ভাল৷ তবে দশকের পর দশক ধরে চলা বিদ্রোহের কারণে সমাজে সৃষ্ট ক্ষত সারাতে যথেষ্ঠ নয়৷