obayedul_kader_sm_465939888

দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ৯ জানুয়ারি: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির আন্দোলন ৬৯ বা ৯০ এর গণ আন্দোলন নয়৷ এটি সন্ত্রাসবাদ, নশকতামূলক আন্দোলন৷ সরকার এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করেছে৷শুক্রবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার কালনাঘাট পরিদর্শনকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন৷

বিএনপির আন্দোলন সম্পর্কে মন্ত্রী বলেন, বিএনপি যে আন্দোলন করছে, তা কোনো গণআন্দোলন নয়৷ এটা সহিংসতা৷ তাদের সহিংসতার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ এর সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই৷ সারাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সচল রয়েছে৷ তাদের নেতারা আন্দোলন ঘোষণা করে ঘরে বসে থাকেন আর রাস্তায় কিছু লোক হামলা করে গাড়ি ভাঙচুর ও অগি্নসংযোগ করেছে৷

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন, সংগ্রাম ও রাজনীতি বিদেশ নির্ভর হয়ে পড়েছে৷ তারা বিদেশের দিকে তাকিয়ে থাকে, কখন তাদের পক্ষে বিদেশিরা কথা বলবেন৷

মন্ত্রী আরো বলেন, প্রায় ৩’শ কোটি টাকা ব্যয়ে কালনা সেতুর নির্মাণ কাজ শুরু হবে৷ সেতটিু নির্মাণ কাজ শেষ হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানীসহ সারা দেশের সেতু বন্ধন স্থাপিত হবে৷ এটি পদ্মা সেতুর একটি সংযোগ সেতু৷ সেতুটি নির্মাণ হলে বেনাপোল স্থল বন্দরের সাথেও রাজধানীর সরাসরি যোগাযোগ স্থাপন হবে৷এ সময় সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রদান প্রকৌশলী মোঃ আবুল কাশেম ভূঁঞা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ ইকবাল, গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী সমিরণ রায়, নড়াইলের নির্বাহী প্রকৌশলী তাপসী দাসসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷