shahjaha-1420944577

দৈনিকবার্তা-ঢাকা, ১১ জানুয়ারি: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, গণতন্ত্রের নামে যারা মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে তাদের বিচার করা হবে৷তিনি বলেন, যারা আন্দোলনের নামে গাড়ি ভাংচুর ও পোড়ানোর নির্দেশ দেয় তাদেরকেও বিচারের আওতায় আনা হবে৷ রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিহত গাড়ীর হেলপার মুরাদ হোসেন মোল্লাকে দেখতে গিয়ে এসব কথা বলেন৷

শাজাহান খান বলেন, আন্দোলনের নামে সন্ত্রাসীরা ১৯৭১ সালের মতো ঘুমনত্ম মানুষের উপর আক্রমন করে নিরীহ মানুষকে হত্যা করছে৷ এদের বিরম্নদ্ধে রম্নখে দাঁড়াতে হবে৷তিনি বলেন, ওইসব হত্যাকারীদের প্রতিহত করতে আইন-শৃংখলা বাহিনীর সাথে জনগণকেও ঐক্যবদ্ধ করতে হবে৷

মুরাদ হোসেন মোল্লা (২০) যশোরে গত ৭ জানুয়ারি ২০ দলীয় জোটের অবরোধকারীদের দেয়া আগুনে জ্বলসে যায়৷ ওই দিন ভোর ৪ টায় তিনি বাসে ঘুমিয়ে ছিলেন৷ মূমুর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ আজ সকালে সে মারা যায়৷মন্ত্রী নিহত মুরাদ হোসেন মোলস্নার পরিবারকে ১০ হাজার টাকার অনুদান প্রদান করেন৷তিনি মরহুম মুরাদ হোসেন মোলস্নার রম্নহের মাগফেরাত কামনা করেন এবং শোক সনত্মপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান৷

মন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিত্‍সাধীন সিএনজি চালক সিদ্দিকুর রহমান এবং প্রাইভেট কার চালক আবুল কালামকেও দেখতে যান৷ তিনি তাদের চিকিত্‍সার খোঁজ খবর নেন এবং এদের দ্রম্নত আরোগ্য কামনা করেন৷সিদ্দিকুর রহমান ৫ জানুয়ারি ময়মনসিংহে এবং আবুল কালাম ৯ জানুয়ারি ঢাকায় অবরোধকারীদের দেয়া আগুনে দগ্ধ হন৷এ সময় জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অধ্যাপক মো. আবুল কালাম এবং ডা. মো. হেদায়েত উপস্থিত ছিলেন৷

পরে মন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্‍সাধীন পুলিশ সদস্যদেরকে দেখতে যান৷ তিনি তাদের চিকিত্‍সার খোঁজ খবর নেন এবং দ্রম্নত আরোগ্য কামনা করেন৷এ সময় অন্যান্যদের মধ্যে স্বরাষ্ট্র সচিব ড. মোজাম্মেল হক খান এবং পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন৷ভোরে ঢাকার ফকিরাপুলে পুলিশ সদস্যদের বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন পুলিশ নিহত হন এবং ৩১জন পুলিশ সদস্য আহত হন৷