Police-300x177

দৈনিকবার্তা-ঢাকা ১২ জানুয়ারি: রাজধানীর দক্ষিণখানে এক ব্যবসায়ীর পায়ে কাছ থেকে গুলি করেছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)৷সোমবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে৷ তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি আছেন৷

হাজী ফায়েজ আলী সরকার (৫২) নামে ওই ব্যবসায়ীর চাচা নুরুল হাসান জানান, ফায়েজ আলীর রড সিমেন্টের ব্যবসা আছে৷ তারা কয়েক ভাই মধ্য আজমপুর দক্ষিণখানে আইয়ুব আলী মার্কেটের মালিক৷ সকাল পৌনে ৯টার সময় ওই তার দোকানের পেছনের তারা চাচা-ভাতিজা কথা বলছিলেন৷ এসময় দক্ষিণখান থানার এসআই জয়নাল আবেদিন এসে ফায়েজ আলীকে টানাহেঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ কথা কাটাকাটির এক পর্যায়ের এসআই পিস্তল বের করে তার উরুতে গুলি করেন৷ ফায়েজকে বিএনপি কর্মী বলে দাবি করেন ওই পুলিশ৷

এ ঘটনার পর এলাকাবাসী জড়ো হতে থাকলে এসআই সটকে পড়ে৷ সাড়ে ১০টার দিকে ফায়েজকে ঢামেকে নেয়া হয়৷ এলাকাবাসী ও চাচা নুরুল হাসান জানান, ফায়েজ আলীর বিরুদ্ধে কোনো থানায় কোনো মামলা নেই, অভিযোগও নেই৷ তিনি হয়ত বিএনপি সমর্থন করেন তবে নেতা পর্যায়ের কেউ নন৷

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীমুর রশীদ তালুকদার গুলি করার কথা স্বীকার করে দাবি করেন, তিনি পিকেটার৷ আজ ছাত্রদলের হরতালের তিনি পিকেটিং করার সময় পুলিশ বাধা দিলে আক্রমণ করতে আসেন৷ তখন পুলিশ গুলি করেছে