BADOL-1421233470

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জানুয়ারি:‘অবরোধীকারীদের প্রয়োজনে পুলিশ বুকে গুলি করবে’ বলে জাসদ নির্বাহী সভাপতি মাঈনউদ্দিন বাদল যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে ২০ দলীয় জোটের ৫ দলের মহাসচিব অ বুধবার এক বিবৃতিতে বলেছেন, স্বাধীনতার পর-পরই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে হাজারো মেধাবী রাজনৈতিক কর্মীর জীবন নষ্টকারী, স্বৈরশাসন বিরোধী আন্দোলনের নামে গণবাহিনী সৃষ্টি করে হাজার হাজার রাজনৈতিক কর্মীকে মৃতু্যর মুখে ঠেলে দেয়া খুনী মাঈনউদ্দিন খান বাদলদের রক্তের পিপাশা এখও মিটে নাই তারই প্রমান এই বক্তব্য৷ তাঁর এই বক্তব্য প্রমান করে জাতীয় সংসদ সদস্য হিসাবে তার কোন যোগ্যতা নেই৷ তার আচরন হচ্ছে তৃতীয় শ্রেনীর রাস্তার মাস্তানের মত৷ আর এই সকল ব্যাক্তিকে ভোরটাবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য বানিয়ে প্রধানমন্ত্রী জাতীয় সংসদের পবিত্রতা ক্ষুন্ন করছেন৷

বিবৃতিতে নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, ১৯৭২-৭৫’এ মরহুম শেখ মুজিবুবর রহমানের শাসনামলে এই মাঈন উদ্দিন খান বাদলদের অপকর্মের কারণেই আপনার পিতাকে হত্যার প্রেক্ষাপট তৈরী করেছে৷ এখন আবার আপনার পাশে অবস্থান করে এই ধরনের সংবিধান ও মানবাধিকার পরিপন্থি বক্তব্যের মাধ্যমে আপনাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে তা ভেবে দেখা দরকার৷ এই সকল চাটুকাররা ও অতি আওয়ামী লীগারই আপনার পতনের রাস্তা তৈরী করছে৷ ইউনিয়ন পরিষদের সদস্য হবার অযোগ্য নৌকায় চরে বিনাভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ধরাকে সরা জ্ঞান করছে জ্ঞানপাপি রক্ত পিপাশু বাদলরা৷

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মঈন উদ্দিন খান বাদলের বক্তব্যে প্রমানিত হলো চলমান গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের সকল হত্যাকান্ডের দায় বাদলদেরই৷ আওয়ামী লীগের ক্ষমতার উচ্ছিষ্টভোগী বাদলদের মুখে কখনোই সভ্য, সুশীল এবং সরুচিপূর্ণ কোন বক্তব্য জাতি আশা করতে পারে না৷ কারণ এরা স্বাধীনতাত্তোর যে রাজনীতি শুরু করেছিল সেখানে মানবিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক চেতনার লেশমাত্র ছিলনা৷ মাঈন উদ্দিন খান বাদলদের জন্মই হয়েছে লোভ আর প্রতিহিংসা চরিতার্থ করার মধ্য দিয়ে৷ বাদলের এই বক্তব্যের পরে আর কোন কিছু প্রমাণ করার প্রয়োজন নেই যে, এই অবৈধ সরকার গুম-হত্যা-গ্রেফতার-নির্যাতন, সন্ত্রাস এবং রক্তপাতের ওপর ভিত্তি করে ক্ষমতা চিরস্থায়ী করার ষড়যন্ত্র করছে৷

বিবৃতিতে নেতৃবৃন্দ মাঈনুদ্দিন খান বাদল কর্তৃক বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোটনেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে যে অরুচিকর ও কুত্‍সিত মন্তব্য এবং অবরোধকারীদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে সেটির তীব্র নিন্দা, ঘৃণা ও ধিক্কার জানান৷বিবৃতিতে স্বাক্ষর করেছেন ঃ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোসত্মফা ভুইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব এম.এম. আমিনুর রহমান, বাংলাদেশ লেবার পার্টি মহাসচিব হামদুল্লাহ আল-মেহেদী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল মতিন সাউদ৷