riaz-us-uk

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জানুয়ারি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলা ও তাকে গুলি করে হত্যা চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য৷প্রাক্তন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সচিব রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় আমেরিকা স্তম্ভিত ও মর্মাহত৷ তার দ্রুত আরোগ্য কামনা করেছে দেশটি৷বুধবার সকালে আমেরিকান সেন্টার থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়৷ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফের বিবৃতিটি বুধবার ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো হয়৷

বিবৃতিতে বলা হয়, গণতান্ত্রিক বাংলাদেশে এমন গর্হিত ও কাপুরুষোচিত কাজের কোনো যৌক্তিকতা নেই৷রাজনৈতিক উদ্দেশ্যের কারণে সহিংসতাকে আমরা নিন্দা জানাই৷ আমরা বাংলাদেশ সরকারকে আহ্বান জানাই, এই ঘটনার তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে জবাবদিহিতার আওতায় আনার জন্য৷ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানের ওপর হামলার তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র৷যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে এ আহ্বান জানানো হয়েছে৷

মঙ্গলবার রাতে অবরুদ্ধ বিএনপিনেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করে ফেরার পথে গুলশানে হামলার শিকার হন রিয়াজ রহমান৷ দুবর্ৃত্তের ছোড়া গুলি তার পা ও কোমরে লাগে৷ হামলাকারীরা তার গাড়িও জ্বালিয়ে দেয়৷বর্তমানে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্‍সাধীন সাবেক পররাষ্ট্র সচিব রিয়াজ রহমান৷

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রাক্তন পররাষ্ট্র সচিব রিয়াজ রহমানের ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র স্তম্ভিত ও মর্মাহত এবং তার দ্রুত আরোগ্য কামনা করছে৷ গণতান্ত্রিক বাংলাদেশে এমন গর্হিত ও কাপুরুষোচিত কাজের কোনো যৌক্তিকতা নেই; রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে সহিংসতা চালানোর আমরা নিন্দা জানাই৷হামলাকারীদের শাস্তি চেয়ে এতে বলা হয়, এই ঘটনার তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আমরা আহ্বান জানাই৷

সব ধরনের সহিংসতা পরিহারেরও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র৷আমরা সকল দলকে সংযত আচরণ করতে এবং সহিংসতা ও ভীতিপ্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং জনগণের স্বাধীনভাবে শান্তিপূর্ণ রাজনৈতিক মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আমরা আহ্বান রাখছি৷

পরে বুধবার বিকালে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের পৃথক এক বিবৃতিতে বাংলাদেশে সহিংসতার নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানো হয়৷ দেশজুড়ে সহিংসতায় হতাহতের খবরে আমরা শোকাহত, বলা হয়েছে এতে৷ পেশাদার কূটনীতিক থেকে রাজনীতিতে আসা রিয়াজ রহমান নব্বই দশকের শুরুতে খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বের প্রথম মেয়াদে পররাষ্ট্র সচিব ছিলেন৷

সরকারি চাকরি থেকে অবসরের পর বিএনপির ২০০২-০৬ শাসনামলে টেকনোক্র্যাট কোটায় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান রিয়াজ রহমান৷এর কয়েকবছর পরই প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হন তিনি৷ জেনারেল জিয়াউর রহমানের সরকারের উপদেষ্টা আমিনা রহমানের ছেলে রিয়াজ রহমান আন্তর্জাতিক পর্যায়ে দলীয় সমর্থন আদায়ের চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন৷

এদিকে রিয়াজ রহমানের উপর হামলা এবং রংপুরে বাসে বোমা নিক্ষেপে শিশুসহ চারজন দগ্ধ হয়ে মারা যাবার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বৃটিশ হাই কমিশনার রবার্ট গিবসন৷
বিএনপির ডাকা অবরোধে সারাদেশে একের পর এক সহিংসতার অব্যাহত খবরে উদ্বেগ জানিয়ে বৃটিশ হাইকমিশনের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে, চলমান সহিংস ঘটনায় প্রাণহানিতে দু:খ প্রকাশ ও নিন্দা জানান করেন রবার্ট গিবসন৷ একইসাথে বাংলাদেশ সরকারের প্রতি এসব ঘটনার তদন্ত করে জড্ি#২৪৯২;তদের বিচারের আওতায্#২৪৯২; আনার আহবান জানিয়েছেন বৃটিশ হাই কমিশনার৷সহিংসতার অবসান ঘটাতে সবদলের প্রতি সংলাপের আহবান জানান তিনি৷