12-fire-600

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জানুয়ারি: মিরপুর ১৩ নম্বরে ডেসকো অফিসের পাশে ঝুটপট্টি ও বস্তিতে অগি্নকাণ্ডের ঘটনা ঘটে৷ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, বেলা দুইটা আট মিনিটে আগুন লাগে৷ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট চেষ্টা চালিয়ে বিকেল তিনটা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে৷ এর আগে গত রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বস্তিতে ভয়াবহ অগি্নকাণ্ডের ঘটনা ঘটে৷ এতে ফাতেমা নামের সাড়ে তিন বছরের একটি শিশু দগ্ধ হয়ে নিহত হয়েছে৷

মিরপুর ১৩ নম্বরে ডেসকো অফিসের পাশে ঝুটপট্টি ও বস্তিতে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে৷ সেই সঙ্গে যোগ দেন স্থানীয়রাও৷বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে৷প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণ হয়৷ এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে৷ কমিটিতে সভাপতি করা হয়েছে ফায়ার সার্ভিসের পরিকল্পনা সেলের সহকারী পরিচালক নূরুল ইসলামকে৷ এছাড়া সদস্য হিসেবে রয়েছেন, মিরপুর জোনের ডিআইডি মামুন মাহমুদ, মিরপুর জোনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল আরেফিন৷

ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) আবদুস সালাম বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন৷এরআগে, এদিন দুপুর ২টায় দিকে এ অগি্নকাণ্ডের ঘটনা ঘটে৷এ বিষয়ে আবদুস সালাম বলেন, বিকেল ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে৷ তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও এখানে প্রচণ্ড পরিমাণ ধোঁয়া রয়েছে৷ আর তাত্‍ক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না৷

তিনি বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হলো৷ তারা বুধবার রাত বা বৃহস্পতিবার থেকে কাজ করবে৷ এর আগেও এখানে অগি্নকাণ্ডের ঘটনা ঘটে বলেও জানান তিনি৷ইতোমধ্যে, স্থানীয় সংসদ সদস্য আলহাজ ইলিয়াস উদ্দিন মোল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন৷

এদিকে, ঝুটপট্টির নবজাগরণ ব্যবসায়িক সমিতির সাধারণ সম্পাদক মাসুম খান বলেন, এই সমিতির আওতাভুক্ত ৯টি গোডাউনে প্রায় সব মালামাল পুড়ে গেছে৷ যার সরাসরি ক্ষতি প্রায় ২ কোটি টাকা৷তিনি আরও জানান, এখানে প্রায় শতাধিক গোডাউন ছিল৷ আর কাজ করতো প্রায় এক শ’ থেকে দেড় শ’টির মতো পরিবারের সদস্যরা৷ তবে আগুন লাগার কারণ সম্পর্কে তিনিও কিছু জানাতে পারেননি৷এ ঝুটপট্টিতে গোডাউন ছিল মুস্তফা নামে এক ব্যবসায়ীর৷ তিনি জানান, তার প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে৷

এরআগে, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, দুপুর পৌনে ২টার দিকে স্থানীয় লোকজন আগুন লাগার খবর দেয়৷ খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ওইখানে পৌঁছায়, তারা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে৷

প্রাথমিকভাবে অগি্নকাণ্ডের উত্‍পত্তির কারণ জানা যায়নি৷ তবে ঝুটপট্টির নিরাপত্তাকর্মী মুজিবুর রহমান জানিয়েছেন, ঝুটপট্টির পশ্চিম দিক থেকে অগি্নকাণ্ডের সূত্রপাত হয়৷ তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷নিরাপত্তাকর্মী মুজিবুর রহমান আরও বলেন, এখানে প্রায় শতাধিক গোডাউন রয়েছে৷ এরমধ্যে প্রায় সবগুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে৷ আর আগুনের সূত্রপাত হয়েছে পশ্চিম দিক থেকে৷