Brazil's Neymar (2ndR) celebrates with t

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ জানুয়ারি: ব্রাজিলের বর্তমান দলটির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সাবেক মিডফিল্ডার রোনালদিনহো বলেছেন এ বছরের কোপা আমেরিকা শিরোপা জিততে সেলেসাওরা পুরোপুরি প্রস্তুত৷ চিলিতে অনুষ্ঠিতব্য এবারের টুর্নামেন্টে দুঙ্গার নেতৃত্বে ব্রাজিলই শিরোপা জিতবে বলে তিনি দাবি জানান৷

ঘরের মাঠের বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানীর কাছে বিধ্বসত্ম হবার পরে টানা ছয় ম্যাচে জয়ের মাধ্যমে দারম্ননভাবে ফিরে এসেছে ব্রাজিল৷ আর এই পারফরমেন্সই বিশ্বের সাবেক সেরা খেলোয়াড়কে বর্তমান দলের ওপর আস্থা রাখতে বিশ্বাস যোগাচ্ছে৷ দক্ষিণ আমেরিকান সর্বোচচ টুর্নামেন্টে নবমবারের মত শিরোপা জিততে ব্রাজিলকে কোন দলই আটকাতে পারবে না বলেই তিনি মনে করেন৷ এক টেলিভিশন সাৰাতকারে রোনালদিনহো বলেছেন, আমি মনে করি কোপা আমেরিকার শিরোপা জয়ের জন্য সবকিছুই বর্তমান ব্রাজিল দলের রয়েছে৷ তারা শিরোপার জন্যই লড়বে৷ এখানে বিশ্বকাপের থেকে চাপ অনেকটা কম৷ তাছাড়া ঘরের মাঠে খেলারও কোন চাপ নেই৷

৩৪ বছর বয়সী ২০০২ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য রোনালদিনহো বর্তমানে মেঙ্েিকার কুয়েরেটারো ক্লাবের হয়ে খেলছেন৷ এখানকার লীগ তিনি বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন৷ নতুন মৌসুমে নিজেকে আরো ভালভাবে মেলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন৷ ক্লাবের কোচ ইগানিকো আমব্রিজ তাকে পূর্ণ স্বাধীনতা দেন৷ আর তাই এখানকার ম্যাচ খেলতে কোন অসুবিধা হয়না বলেই মনত্মব্য করেছেন ব্রাজিলের সাবেক এই তারকা মিডফিল্ডার৷