muhit_206718

দৈনিকবার্তা-ঢাকা, ১৭ জানুয়ারি: পাঁচ টাকাকে সরকারি নোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ তথ্য জানান৷ অর্থসচিব মাহবুব আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বৈঠকে উপস্থিত ছিলেন৷

এক ও দুই টাকা মূল্যমানের মুদ্রা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার৷ সেক্ষেত্রে পাঁচ টাকার মুদ্রাই সর্বনিম্ন মূল্যমানের মুদ্রা হিসেবে বাজারে থাকবে৷ তবে কবে নাগাদ এক ও দুই টাকার মুদ্রা তুলে নেওয়া হবে, তা জানাননি অর্থমন্ত্রী৷ তিনি বলেন, ধীরে ধীরে এক-দুই টাকার মুদ্রা তুলে নেওয়া হবে৷ পাঁচ টাকাই হবে সর্বনিম্ন মুদ্রা৷বাংলাদেশে বর্তমানে এক থেকে শুরু করে ১ হাজার টাকা মূল্যমানের মুদ্রা রয়েছে৷ এর মধ্যে এক ও দুই টাকার মুদ্রা বের করে অর্থ মন্ত্রণালয়৷ পাঁচ টাকা থেকে শুরু করে অন্য সব নোট বের করে বাংলাদেশ ব্যাংক৷এখন অর্থ মন্ত্রণালয় মুদ্রা বের করার কাজ থেকে সরে আসতে চাইছে৷

এর কারণ ব্যাখ্যা করে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে মুদ্রার বাজারে এক ও দুই টাকার মুদ্রার সংখ্যা খুবই কমে এসেছে৷ এর আবেদন ধীরে ধীরে আরও ফুরিয়ে যাবে৷বর্তমানে এক টাকার ধাতব মুদ্রা রয়েছে বাজারে, দুই টাকার ধাতব মুদ্রা ও কাগজের নোট দুটোই বাজারে প্রচলিত৷পাঁচ টাকার ধাতব মুদ্রা ও নোাট উভয়ই রয়েছে৷ ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার রয়েছে শুধু কাগজের নোট৷

বর্তমানে পাঁচ থেকে এক হাজার টাকা পর্যন্ত সবই ব্যাংক নোট৷ আর এক ও দুই টাকা সরকারি নোট৷
অর্থমন্ত্রী জানান, পুরোনো এক ও দুই টাকার নোটগুলো বাজার থেকে তুলে নিয়ে ধ্বংস করা হবে৷ এগুলো ধ্বংস করতে ৩০০ কোটি টাকার মতো ব্যয় হবে৷এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে সরকারের কী লাভ হবে, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকারের চেয়ে বেশি লাভ হবে মানুষের৷ অপ্রয়োজনীয় (ইউজলেস) টাকা নিয়ে মানুষকে ঘুরতে হয়৷

এক টাকা দিয়ে যে চকলেট পাওয়া যায়, তাহলে কি সেটি পাওয়া যাবে না; এমন প্রশ্নের উত্তর দেন পাল্টা প্রশ্নে এক টাকা-দুই টাকা দিয়ে চকলেট পাওয়া যায় নাকি? কয়েক দিনের মধ্যেই অবরোধ ও সামপ্রতিক সহিংস পরিস্থিতির অবসান ঘটবে- স্বরাষ্ট্র টওতিমন্ত্রীর এমন দাবির পর এবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বললেন, সরকারকে হটানোর ক্ষমতা নেই বিএনপির৷

দেশে বর্তমান অবরোধ পরিস্থিতি কতদিন চলবে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এ পরিস্থিতি বেশিদিন চলবে না, ঠিক হয়ে যাবে৷ একটি সরকার পতনের জন্য যতটুকু ক্ষমতা থাকা প্রয়োজন, এই মুহূর্তে বিএনপির ততটুকু ক্ষমতা নেই৷ এ বিষয়ে আমি বেশি কিছু বলতে চাচ্ছি না৷ যা বলার আগেই বলে দিয়েছি৷এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অর্থমন্ত্রী বলেছিলেন, সাত দিনের মধ্যে পরিস্থিতি ঠিক হয়ে যাবে৷ভ্যাট আইন সংশোধন বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) সঙ্গে আলোচনার পর ভ্যাট আইন সংশোধন করা হবে৷