Motor

দৈনিকবার্তা-ঢাকা, ২২ জানুয়ারি: মোটরসাইকেলে চালক ছাড়া আরোহী বহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার৷এ আদেশের ফলে সারাদেশে মোটরসাইকেলে চালক ছাড়া কোন আরোহী বা যাত্রী বহন করা যাবে না৷সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়৷

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমপ্রতি কিছু দুবর্ৃত্ত মোটরসাইকেল ব্যবহার করে বিভিন্ন যানবাহনে বোমা হামলাসহ ব্যাপক সহিংসতা ও নাশকতা চালাচ্ছে ৷এ ধরনের নাশকতা ও সহিংসতা রোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুনরায় নির্দেশ না দেওয়া পর্যনত্ম মোটরসাইকেলে চালক ছাড়া অন্য কোনো যাত্রী বহন করা নিষিদ্ধ করা হয়েছে৷১৯৮৩ সালের মোটর ভেহিক্যাল অধ্যাদেশ’র ৮৮ ধারার প্রদত্ত ক্ষমতা বলে এ নিষেধাজ্ঞা জারি করা হয়৷ দেশে অবরোধের মধ্যে মোটর সাইকেল ব্যবহার করে নাশকতার প্রেক্ষাপটে দুই চাকার এই বাহনে চালক ছাড়া যাত্রী বা সঙ্গী বহনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার৷

অর্থাত্‍, এখন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত একাধিক ব্যক্তি মোটর সাইকেলে চড়তে পারবেন না৷ আদেশে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে সামপ্রতিককালে কিছু দুর্বৃত্ত মোটর সাইকেল ব্যবহার করে বিভিন্ন যানবাহনে বোমা হামলাসহ ব্যাপক সহিংসত ও নাশকতা চালাচ্ছে৷এ ধরনের নাশকতা ও সহিংসতা রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ১৯৮৩ সালের মোটর ভেহিকেলস অধ্যাদেশ এর ৮৮ ধারার ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সরকার সারা দেশে মোটর সাইকেলে চালক ব্যতিত অন্য কোনো যাত্রী বা সঙ্গী বহন নিষিদ্ধ করল৷

নাশকতাকারীদেরগোপনযোগাযোগ বন্ধকরতে ভাইবার,হোয়াটস অ্যাপসহ পাঁচটিজনপ্রিয় ইন্টারনেটভিত্তিক অ্যাপ তিন দিন বন্ধ রাখার পর খুলে দেওয়া হলেও এবার মোটর সাইকেলে চড়া নিয়ে এই নিষেধাজ্ঞা এল৷ ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) খান মোহাম্মদ রেজোয়ান অবশ্য জানালেন, পুলিশ অধ্যাদেশের মাধ্যমে তারা গত দুদিন ধরেই মোটরসাইকেলে একজনের বেশি চড়াকে নিরুত্‍সাহিত করছেন৷

তিনি বলেন, সমপ্রতি পুলিশের অনুসন্ধানে দেখা গেছে, মোটর সাইকেল থেকে গাড়িতে পেট্রল বোমা ও হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটছে৷ এটা বন্ধ করতে জনস্বার্থে পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে৷এই নিষেধাজ্ঞা কীভাবে কার্যকর করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে মোটরসাইকেলে দুইজন থাকলে একজনকে নামিয়ে দেওয়া হচ্ছে৷ তাছাড়া আরোহীদের কাছে পেট্রল বোমা বা বিস্ফোরক থাকলে তো ফৌজদারী মামলা হবেই৷নিয়ম অনুযায়ী হেলমেট ছাড়া বাইক চালালেও জরিমানা করা হবে বলে জানান তিনি৷

গত ৫জানুয়ারি বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর সারা দেশেই বোমাবাজি, গাড়িতে অগি্নসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে৷ নাশকতাকারীদের ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার৷