Syria_bg_146217318

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ জানুয়ারি: সিরিয়ার রাজধানী দামেস্কের উপকন্ঠের একটি মসজিদে বাশার বাহিনীর ব্যারেল বোমা হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৪২ জন৷ সিরিয়ান অবসার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রাজধানী দামেস্কের পূর্বাঞ্চলীয় ঘৌতা এলাকায় অবস্থিত হামোরিয়াহ গ্রামে শুক্রবার এ হামলা চালায় সিরিয়ার সরকারি বাহিনী৷শনিবার ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক প্রতিষ্ঠানটি জানায়, সরকারি হেলিকপ্টারগুলো ওই গ্রামের ওপর ৫টি ব্যারেল বোমা ফেলে৷শুক্রবার জুমার নামাজের সময় সমবেত মুসলি্লদের ওপর সরকারি হেলিকপ্টারগুলো এই ব্যারেল বোমা ফেলে বলে জানিয়েছে বিদ্রোহীরা৷

ঘৌতা এলাকাটি রাজধানী দামেস্কের পূর্বে অবস্থিত৷ বিদ্রোহী নিয়ন্ত্রিত এই এলাকাটি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালিয়ে আসছে সরকারি বাহিনী৷এদিকে শুক্রবার হোমস নগরীর নিকটবর্তী হাউলা শহরেও আঘাত হানে সরকারি বিমান বাহিনী৷ শুক্রবার জুমার নামাজের পর মসজিদ ত্যাগ করার সময় গ্রামীবাসীদের ওপর হেলিকপ্টার থেকে ব্যারেল বোমা ফেলা হয়৷ দক্ষিণাঞ্চলীয় দেরা নগরীতেও অনুরূপ হামলার খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম৷ শুক্রবার দেরা নগরীর দায়েল শহরে অনুরূপ হামলায় প্রাণ হারান ছয় জন৷জাতিসংঘের হিসাব মতে সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত ২ লাখ ২০ হাজার মানুষ নিহত হয়েছেন৷ প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণবিক্ষোভ থেকে শুরু হয় এই গৃহযুদ্ধ৷