Gazipur-(8)- 26 January 2015-Factory Fire-3

দৈনিকবার্তা- গাজীপুর, ২৬ জানুয়ারি : উদ্বোধনের মাসখানেকের মধ্যেই গাজীপুরের এক কারখানায় সোমবার ভয়াবহ অগি্নকান্ডের ঘটনা ঘটেছে৷ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনলেও বিকাল পর্যনত্ম পুরোপুরি নেভাতে পারে নি৷ আগুনে বিপুল পরিমাণ কাপড় ও সুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে৷

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আক্তারম্নজ্জামান লিটন জানান, গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বানিয়ার চালা এলাকাস্থিত ফরমোসা পলি কটন লিমিটেড (বিডি) কারখানায় সোমবার অগি্নকান্ডের ঘটনা ঘটেছে৷ কারখানাটিতে ফেব্রিকস তৈরি করা হয়৷ সোমবার দুপুর ১টার দিকে ওই কারখানার দোতলা ভবনের নীচ তলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়৷ আগুন গোডাউনে রাখা গ্রে-ফেব্রিঙ্ ও সুতাসহ বিভিন্ন মালামালে ছড়িয়ে পড়লে মুহুর্তেই তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়৷ খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটসহ স্থানীয়রা প্রায় আড়াই ঘন্টা চেষ্টার পর বিকাল সাড়ে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরোপুরি নেভাতে পারে নি৷ বিকাল সাড়ে ৫টায় এ রিপোর্ট লিখা পর্যনত্ম আগুন পুরোপুরি নেভাতে ডাম্পিংয়ের করছিল৷ আগুনে বিপুল পরিমাণ গ্রে-ফেব্রিঙ্ ও সুতাসহ বিভিন্ন মালামাল পুড়ে যায় এবং ৰয়ৰতি হয়৷ আগুনের প্রকৃত কারণ ও ৰয়ৰতির পরিমাণ জানা যায়নি৷ তবে ধারনা করা হচ্ছে বৈদু্যতিক সর্টসার্কিট থেকে অগি্নকান্ডের এ ঘটনা ঘটেছে৷

কারখানার সমন্বয়ক খোরশেদ আলম জানান, মাসখানেক আগে ওই কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়৷ কারখানায় ফেব্রিকস তৈরি করা হয়৷ কারখানার গুদামে ওই অগি্নকান্ডের ঘটনা ঘটে৷ এতে গুদামে থাকা সুতা ও ফেব্রিঙ্ পুড়ে যায়৷ তবে ৰয়ৰতির পরিমান জানাতে পারেননি তিনি৷