_dsc0666 copy_49583

দৈনিকবার্তা-ঢাকা, ২৬ জানুয়ারি: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন,চিকিত্‍সকদের সহযোগিতায় বিএসএমএমইউ’র চিকিত্‍সাসেবার মান ও রোগীদের আস্থা উভয়ই বৃদ্ধি পেয়েছে৷

সোমবার সকালেবিশ্ববিদ্যালয়েরবক্ষব্যাধি(রেসপাইরেটরি) মেডিসিন বিভাগের উদ্যোগে বিএসএমএমইউ’র কেবিন বস্নকের ২য় তলায় ব্রংকসকপি মেশিন চালুর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ৷তিনি বলেন,বক্ষব্যাধি রোগীদের রোগ নির্ণয় ও চিকিত্‍সাসেবার জন্য অত্যাধুনিক এ মেশিন চালু হওয়ায় রোগীরা স্বল্পমূল্যে পরীৰা-নিরীক্ষা করতে পারবেন৷ সংশিস্নষ্ট রোগীদের এ ধরনের পরীৰার জন্য দেশের বাইরে যাবার প্রয়োজন নেই৷

উদ্বোধন অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. মোঃ রম্নহুল আমিন মিয়া, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মজিদ ভূঁইয়া, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এমএ জলিল চৌধুরী, রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ব্যৰব্যাধি (রেসপাইরেটরি) বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মোঃ জিলন মিয়া সরকার, বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. শামীম আহমেদ ও ডা. রাজাশীষ চক্রবর্তী উপস্থিত ছিলেন ৷

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ব্যৰব্যাধি (রেসপাইরেটরি) বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ব্রংকসকপি মেশিন চালু হওয়ায় ফুসফুসের ক্যান্সার, যক্ষ্মা, পুঁজজমা, নিউমোনিয়া, রক্তক্ষরণ, সংক্রমণ, আইএলডি ফুসফুসের জটিল রোগ নির্ণয় ও চিকিত্‍সাসেবা প্রদান সম্ভব হবে৷