1415701136

দৈনিকবার্তা- ঢাকা, ২৯ জানুয়ারি: বিএনপিনেতৃত্বাধীনজোটের সহিংসতা বিদেশি বিনিয়োগকারীদের কাছে ব্যাড সিগন্যাল বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ৷বৃহস্পতিবার সচিবালয়ে লেদার গুডস এঙ্পোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি৷

তোফায়েল আহমেদ বলেন, অ্যাকোর্ড ও অ্যালায়েন্স বাংলাদেশের পোশাক কারখানা পরিদর্শনের পর ক্রেতাদের আস্থা যখন ফিরে এসেছে এবং তারা যখন বিলিয়ন বিলিয়ন ডলারের রফতানি অর্ডার দিচ্ছেন, ঠিক সেই মূহুর্তে আবার জ্বালাও- পোড়াও-সংহিসং কার্যকলাপ বিদেশিদের কাছে ব্যাড সিগন্যাল৷ লেদার গুডস এঙ্পোর্টার্স অ্যাসোসিয়েশনের নেতাদের উদ্ধৃত করে বাণিজ্যমন্ত্রী বলেন, তারা আমাকে জানিয়েছেন চলমান হরতাল-অবরোধে তাদের কারখানা খোলা রয়েছে এবং উত্‍পাদন অব্যাহত রয়েছে৷ এখন পর্যন্ত পণ্য সরবরাহে কোনো ক্ষতি হয়নি৷ তবে বিদেশি ক্রেতাদের অর্ডারের গতি কিছুটা শ্লথ হয়ে পড়েছে৷ সেখানে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন৷

বিজিএমইএ এবং বিকেএমইএ নেতারাও বুধবার একই কথা জানিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, এটা স্বাভাবিক৷ যারা বিদেশি ক্রেতা তারা পণ্যের অর্ডার দেওয়ার সময় বাংলাদেশের পরিস্থিতি কী- তা দেখবেন৷ এ অবস্থা চলতে থাকলে একটা সময় সরবরাহ পরিস্থিতিও ব্যাহত হবে৷

এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, বিএনপিকে সন্ত্রাসী, জঙ্গী ও নাশকতার রাজনীতি পরিহার করতে হবে৷ হরতাল-অবরোধ রাজনৈতিক অধিকার, কিন্তু গাড়ি পোড়ানো কিংবা পেট্রোল বোমা নিক্ষেপ কোনো রাজনীতি নয়৷ দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করতেই বিএনপি এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী বলেন, এ ধরনের পরিস্থিতি বেশি দিন চলতে পারে না, খুব শিগগিরই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে৷ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে বিদেশি ক্রেতাদের অর্ডারও আগের মত পাওয়া যাবে বলে আশা করেন মন্ত্রী৷

এদিকে,তোফায়েল আহমেদ বলেছেন, হরতাল অবরোধ ও সহিংসতায় তৈরি পোশাক ও চামড়াসহ রপ্তানি পণ্য সরবরাহব্যবস্থা (সাপ্লাই চেইন) নষ্ট হয়নি৷ তবে বহির্বিশ্ব থেকে ক্রয় আদেশ পাওয়ার বিষয়টি ক্ষতিগ্রস্ত হচ্ছে৷

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন৷ বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত হ্যান ফুগল এস্কজেইয়ার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন৷ রাষ্ট্রদূত জানান, আগামী ১৭ মার্চ ডেনমার্কের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন৷ এ ছাড়া চামড়াজাত পণ্য রপ্তানিকারক সমিতির নেতারাও মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্‍ করেন৷ পরে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন৷তোফায়েল আহমেদ বলেন, খুব শীগ্রই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে৷ বিএনপিুজামায়াতের ডাকা কোনো কর্মসূচি সফল হচ্ছে না৷ দেশের অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় রয়েছে৷ আজ আমি ট্রাফিক জ্যামে পড়েছি৷ তবে মাঝেমধ্যে নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ৷

খালেদা জিয়ার উদ্দেশে তোফায়েল বলেন, সন্তান মারা যাওয়ার পর আপনার চোখে পানি দেখেছি৷ স্বাভাবিক মৃতু্য হয়েছে বলে আপনি তাঁর বুকে হাত রাখতে পেরেছেন৷ কিন্তু আগুনে পুড়ে যাদের মৃত্যু হচ্ছে, তাদের সন্তানেরা বাবার বুকে হাত দিতে পারছে না৷ সন্তান তার বাবার মুখে চুমু খেতে পারছে না৷মন্ত্রী বলেন, এ ধরনের নাশকতা ও জঘন্য অপরাধ করে বিএনপি কোনো দিন দাবি আদায় করতে পারবে না৷ সন্ত্রাস করে দাবি আদায় করা গেলে লাদেন ও