Metro-Rail

দৈনিকবার্তা-ঢাকা, ১লা ফেব্রুয়ারী: ঢাকা মহানগরীর যানজট নিরসন ও কমিউটরদের স্বল্প সময়ে এবং নিরাপদ ভ্রমণে স্বপ্নের প্রকল্প মেট্রোরেলের নির্মাণ কাজের প্যাকেজ ৮ এর দরপত্র আহ্বান করা হয়েছে৷ গত শুক্রবার প্যাকেজ ৮ এর সম্ভাব্য ঠিকাদারী প্রতিষ্ঠান নির্বাচনে প্রাক যোগত্য যাচাইয়ের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়৷

রোববার সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সড়ক ও সেতুবিভাগের মন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান৷ মন্ত্রণালয়ের সচিব এম এম ছিদ্দিক ও মেট্রোরেলের মহাপরিচালক মোফাজ্জল হোসেন সংবাদ সম্মেলনে উপ্িথত ছিলেন ৷ সেতামন্ত্রী জানান, প্যাকেজ ৮ এর আওতায় প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে রোলিং স্টক এবং ডিপো ইকুইপমেন্ট ও ডিপো রোলিং স্টক সংগ্রহ করা হবে৷ এর আওতায় যাত্রা বিরতিতে ট্রেন রাখার স্থান, মেট্রো রেল প্ল্যান্ট, ওয়ার্কশপ, অপারেশন কন্ট্রোল সেন্টার, ইলেক্ট্রিক্যাল ভবন ওয়াশিং প্ল্যান্ট ট্রেনিং সেন্টারসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করা হবে৷ অর্থাত্‍ ২০১৫ সালের মধ্যে আটটি প্যাকেজের দরপত্র সম্পন্ন হবে৷২০১৯ সালের মধ্যে মেট্রো রেল চালু করা সম্ভব হবে বলেও জানান সেতুমন্ত্রী৷

উল্লেখ্য, প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ২১ হাজার ৯২৫ দশমিক ০৭ কোটি টাকা৷ এতে বাংলাদেশ সরকার দেবে পাঁচ হাজার ৩৯০ দশমিক ৪৮ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য পাওয়া যাবে ১৬ হাজার ৫৯৪ দশমিক ৫৯ কোটি টাকা৷ জাইকার সহযোগিতায় এটি বাস্তবায়িত হচ্ছে৷ মেট্রো রেল ৬ এর রুট হচ্ছে উত্তরা দ্বিতীয় ফেইস থেকে পল্লবী-রোকেয়া স্বরণীর পশ্চিম পাশ দিয়ে খামার বাড়ী হয়ে ফার্মগেট-হোটেল সোনারগাঁও-শাহবাগ-টিএসসি-দোয়েল চত্বর- প্রেস ক্লাব- বাংলাদেশ ব্যাংক পর্যন্ত৷

এই লাইনের স্টেশন সংখ্যা ষোলটি৷এদের মধ্যে উল্লেখযোগ্য স্টেশন হলো- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার,পল্লবী মিরপুর ১০, কাজীপাড়া-শ্যাওরাপাড়া, আগারগাঁও, ফার্মগেট, শাহবাগ, টিএসসি, প্রেসক্লাব ও মতিঝিল৷ মেট্রো রেল-৬ এর দৈঘর্্য হবে ২০ দশমিক এক কিলোমিটার৷ ট্রেনের সংখ্যা ২৪ সেট৷ মেট্রো রেলের সর্বোচ্চ গতি ঘন্টায় ১০০ কিলোমিটিার৷ প্রতি ঘন্টায় উভয় দিক থেকে ষাট হাজার যাত্রী পরিবহন করা যাবে৷ গত ২৬ ডিসেম্বর ২০১৪ জাতীয় সংসদে মেট্রোরেল আইন সংসদ পাস হয়৷

মন্ত্রী ওবায়েদুল কাদের বলেন, গত ২০১৪ সালের ২৬ ডিসেম্বর জাতীয় সংসদে মেট্রোরেল আইন পাস হয়েছে৷ তিনি বলেন, ঢাকা মহানগরীর যানজন নিরসন ও জনসাধারণ যাতে করে স্বল্প সময়ে এবং নিরাপদে ভ্রমণ করতে পারেন সে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আনত্মরিক৷প্যাকেজ-৮-এর আওতায় প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে রোলিং স্টক এবং ডিপো ইকুইপমেন্ট ডিপো রোলিং স্টক সংগ্রহ করা হবে৷ এর আওতায় যাত্রাবিরতিতে ট্রেন রাখার স্থান, মেট্রোরেল পস্ন্যান্ট, ওয়ার্কশপ, অপারেশন কন্ট্রোল সেন্টার, ইলেক্ট্রিক্যাল ভবন, ওয়াশিং প্ল্যান্ট ও ট্রেনিং সেন্টারসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করা হবে৷

মন্ত্রী বলেন, ২০ কিলোমিটার ভায়াডাক্ট ও ১৬টি স্টেশন নির্মাণের লৰ্যে প্যাকেজ-৩, ৪, ৫ ও ৬-এর প্রাকযোগ্যতা যাচাইয়ে দরপত্র ২০১৫ সালের মে মাসে আহবান করা হবে৷তিনি বলেন, ডিপো এলাকার বিল্ডিংগুলো ও পূর্ত কাজ সম্পাদনে প্যাকেজ-২ এর দরপত্র আগামী অক্টোবর মাসে আহবান করা হবে৷মন্ত্রী বলেন, ২০১৫ সালের মধ্যে ৮টি প্যাকেজের দরপত্র আহবান সম্পন্ন হবে৷তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও জাইকা’র সম্মতিতে প্রকল্পটি নির্ধারিত সময়ের আগেই শেষ করার উদ্যোগ নেয়া হয়েছে৷মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী ২০১৯ সালে মেট্রোরেল চালু করা সম্ভব হবে৷ মেট্রোরেলের নির্মাণ কাজ যথা সময় সম্পন্ন হবে৷তিনি বলেন, জাইকা’র সাথে আলাপ আলোচনা করে নির্মাণ কাজ শেষ করা হবে৷মন্ত্রী জানান, নিউ মার্কেট থেকে আর একটি লাইন চালু করার প্রসত্মাব দেয়া হয়েছে৷