mmm_67319

দৈনিকবার্তা-ঢাকা, ১লা ফেব্রুয়ারী: ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, যারা দুই নেত্রীকে এক টেবিলে বসাতে চান, তারা আসলে আলোচনার নামে দেশের ক্ষতি করতে চান৷ তারা পরাজিত শক্তিকে উপরে উঠাতে চান৷ তারা দেশের শত্রম্ন৷

মায়া রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷ এসএসসি ও সমমান পরীক্ষার আগে হরতাল-অবরোধ প্রত্যাহারের দাবিতে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়৷

সংগঠনের সভাপতি ফাতেমা জলিল সাথীর সভাপতিত্বে ঢাকামহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. দিলীপ রায়, সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী স্বপন প্রমুখ বক্তব্য রাখেন৷

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, যারা সংলাপের কথা বলেন- তাদের উদ্দেশ্যে বলবো, একটা পক্ষ নেন, হয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সঙ্গে থাকেন, না হয় যুদ্ধাপরাধী-রাজাকারদের সঙ্গে৷তিনি বলেন, অনেকে বলেন, দুই নেত্রীকে এক টেবিলে বসতে হবে৷ কিন্তু তেলে ও জলে কখনো এক হয় না৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন স্নেহময়ী মা, আর খালেদা জিয়া হলেন ডাইনী মা৷ একজন হলেন মুক্তিযুদ্ধের পক্ষে, আর অন্যজন হলেন মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যুদ্ধাপরাধীদের পক্ষে৷