CACCI_bg_661799103

দৈনিকবার্তা-ঢাকা, ২ ফেব্রুয়ারি: রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য এবং বিনিয়োগের সবচেয়ে বড় অন্তরায় বলে জানিয়েছেন কনফেডারেশন অব এশিয়া-প্যাসিফিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাসট্রি-কাসি’র সভাপতি জেমাল ইনাইশভিশি৷

সোমবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সিএসিসিআইয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে এফবিসিসিআইয়ের আলোচনা সভায় এ উদ্বেগ প্রকাশ করেন সিএসিসিআই সভাপতি জেমাল ইনাইশভিলি৷এ সময় কাসির সভাপতি বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করলেও উদ্বেগ প্রকাশ করেন রাজনৈতিক সংকট নিয়ে৷ তিনি আরো বলেন, রাজনৈতিক অস্থিরতা অবশ্যই ব্যবসা বাণিজ্যের জন্য অনেক বড় বাধা৷ বিষয়টি নিয়ে এদেশের ব্যবসায়ীরাও অনেক বেশি উদ্বিগ্ন৷ আশা করি খুব দ্রুত সময়ে বিষয়টি সমাধান হবে৷

কাসির সভাপতি বলেন, একটি দেশে সবার উপরে ব্যবসার অবস্থান৷ বাংলাদেশের ব্যবসা ও এদেশে বিদেশি বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে৷ কিন্তু তার জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা৷ তবে এখন এদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল নয়৷তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই রাজনীতিবিদরা বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন৷

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ক্যাসির সদস্যদের এ দেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে গহওর রিজভী বলেন, এ সংকট খুব দ্রুতই কেটে যাবে৷তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক সহিংসতা নিয়ে আমরাও উদ্বিগ্ন৷ আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে বলতে পারি জনসমর্থন ছাড়া যারা সমাজ ও অর্থনীতির ক্ষতি করছে তারা বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না৷এশিয়া-প্যাসিফিকের ২০টি দেশের ব্যবসায়ীদের সংগঠন-কাসিরের কোনো প্রেসিডেন্টের এ প্রথম বাংলাদেশ সফর৷

তাদের সঙ্গে আলোচনায় বাংলাদেশের ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই আর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ কাসির সদস্যদের এ দেশে বিনিয়োগে দেশগুলোর মধ্যে আন্তঃবাণিজ্য আরও সহজ করার আহ্বান জানান৷তিনি বলেন, বাংলাদেশে আপনাদেরকে এখানে বিনিয়োগের জন্য একটি বিশেষ বাণিজ্য সুবিধি দিবে৷ এফবিসিসিআইও আনুসাঙ্গিক সহায়তা দিবে৷ আপনারা এখানে বিনিয়োগ করলে উভয়ই লাভবান হবে৷

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কামর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন,এশিয়া প্যাসিফিক অঞ্চলভুক্ত দেশগুলোর মধ্যে আঞ্চলিক ব্যবসায়িক সম্পর্ক বড়াতে সিএসিসিআই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে৷ আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে৷

তিনি আরো বলেন,বাংলাদেশ সঠিক পথে চলছে৷ আমরা এমডিজি অর্জনে বেশ সাফল্য দেখিয়েছি৷ দেশে বর্তমানে ব্যবসায়িক পরিবেশ বিরাজ করছে৷ আশা করা হচ্ছে আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে৷

এফবিসিসিআই’র সভাপতি এ সময় সিএসিসিআইভুক্ত দেশগুলোকে বাংলাদেশের বিদু্যত্‍, গ্যাস, পর্যটন, চামড়া, পোশাক, খাদ্য খাতে বিনিয়োগ বাড়ানো এবং বাংলাদেশি পণ্য আমদানির আহ্বান জানান৷ তিনি বলেন, ব্যবসায়ীদের জন্য বাংলাদেশ সরকার বিভিন্ন প্যাকেজ দিচ্ছে৷ তাছাড়া দেশে বিদু্যত্‍, গ্যাসের কোনো সমস্যা নেই৷কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, আমাদের ভবিষ্যত্‍ টার্গেট ব্লু অর্থনীতি গড়ে তোলা৷ তাই বাংলাদেশ থেকে পণ্য আমদানি করে সিএসিসিআইভুক্ত দেশগুলো শুল্ক সুবিধা লাভ করতে পারে৷

এফবিসিসিআই’র সভাপতি কাজী আকরামের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী, এফবিসিসিআইয়ের প্রথম সভাপতি মনোয়ারা হাকিম আলী ও সিএসিসিআইয়ের প্রতিনিধিরা৷