আটক

দৈনিকবার্তা-ঢাকা, ৩ ফেব্রুয়ারি:  গাজীপুরে শিবিরের কোচিং সেন্টার থেকে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ককটেল, বিপুল পরিমান সরকার বিরোধী লিফলেট ও জিহাদী বইসহ শিবির ৪০ নেতা-কর্মীকে আটক করেছে। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, নাশকতা সৃষ্টি ও পরিকল্পনার জন্য শিবিরের নেতা কর্মীরা জড়ো হয়ে গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জয়দেবপুর থানা পুলিশের একটি দল গাজীপুর মহানগরের মধ্য ভুরুলিয়া এলাকার অপটিমাম কোচিং সেন্টারে অভিযান চালায়।

অভিযানকালে পুলিশ ওই কোচিং সেন্টার হতে চারটি ককটেল, দুইটি বড় ব্যানার, বিপুল পরিমান সরকার বিরোধী লিফলেট ও জিহাদী বই উদ্ধার করে। এসময় সেখান থেকে শিবিরের ৪০ নেতা কর্মীকে আটক করে পুলিশ। ওই কোচিং সেন্টারটি শিবির-নেতা-কর্মীদের দ্বারা পরিচালিত হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভর্তির জন্য কোচিং সেন্টারের নামে সেখানে ছাত্র শিবির আস্তানা বানিয়েছিল। দেশের বিভিন্ন এলাকা হতে নাশকতার উদ্দেশ্যে শিবিরের নেতা কর্মীরা এখানে এসে জড়ো হয়েছিল। থানায় আটককৃতদেও প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।